পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Power Project: অন্ডালের তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 10 হাজার একর জমি দিয়েছে রাজ্য, জানিয়েছেন মুখ্যমন্ত্রী - জোশীমঠে ধস

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গোদায় সরকারি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই কর্মসূচি থেকে তিনি জানান, অন্ডালের তাপবিদ্যুৎ কেন্দ্রের (Thermal Power Project in Andal) জন্য 10 হাজার একর জমি দিয়েছে রাজ্য সরকার ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Feb 2, 2023, 6:15 PM IST

বর্ধমান (পূর্ব বর্ধমান), 2 ফেব্রুয়ারি: পশ্চিম বর্ধমানের অন্ডালে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি দিয়েছে রাজ্য সরকার ৷ বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে এক সরকারি কর্মসূচি থেকে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তিনি বলেন, ‘‘অন্ডালে আরও একটা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যেখানে আমরা 10 হাজার একর জমি দিয়েছি ।’’ এছাড়া এদিন একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে তোপ দাগেন ৷

উত্তরাখণ্ডের জোশীমঠে ধসের (Joshimath Sinking) জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ এই নিয়ে কিছুদিন আগেই প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ জোশীমঠের সঙ্গে তুলনা টেনেছিলেন পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের ৷ সেখানে কেন্দ্রীয় সরকার পুনর্বাসনের বিষয়ে কোনও পদক্ষেপ করছে না বলেও অভিযোগ করেছিলেন ৷ এদিনও পূর্ব বর্ধমানের গোদায় ওই সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীকে একই অভিযোগ করতে শোনা যায় ৷ তিনি বলেন, ‘‘রানিগঞ্জে যেকোনও মুহূর্তে ধস নামতে পারে । আমরা ইসিএলকে বারবার বলেছি । কেন্দ্রকেও বলেছি । আমরা 29 হাজার বাড়ি তৈরি করার জন্য ব্যবস্থা নিয়েছি ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার তার প্রাপ্য টাকা দিচ্ছে না ।’’

একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, দুর্গাপুরে নতুন ফরেন্সিক ল্যাবরেটরি খোলা হয়েছে । ফলে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, বীরভূম থেকে আর কলকাতায় ছুটে যেতে হবে না ফরেনসিক টেস্টের জন্য । এখানেই এই সুবিধা পাবে । অন্যদিকে তিনি বলেন, ‘‘দুয়ারে সরকার আমরা তৈরি করেছি এই জন্য যাতে মানুষ তার অভাব অভিযোগ নিয়ে এখানে আসতে পারে । সেই কাগজগুলো সার্ভে করা হয় । আমি জেলাশাসকদের অনুরোধ করব কোনও ব্লকে কোনও কাজ পড়ে না থাকে ৷’’ এছাড়া তিনি জানান, বৃহস্পতিবার বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিম জেলায় 2 লক্ষ 30 হাজার মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পেয়েছেন ।

মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসার সমালোচনা করেন ৷ একশো দিনের কাজের বকেয়ার দাবিতে সরব হন আরও একবার ৷ টাকা না পেলে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ৷ তাছাড়া কেন্দ্রীয় সরকারের বাজেটের সমালোচনা করেছেন ৷ আয়কর ছাড়ে (Income Tax Exemption) কথার কারসাজিতে কেন্দ্রের সরকার মানুষকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি শেয়ার বাজারে পতন নিয়েও তিনি কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রের মোদি সরকারকে ৷

আরও পড়ুন:আইন মেনেই চাকরি হবে বাংলায়, বর্ধমানে জানালেন মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details