কাটোয়া, 12 মে: দলে ইতিমধ্যেই তাঁর জায়গা পাকা হয়ে গিয়েছে ৷ এবার রাজ্য রাজনীতিতে অভিষেকের উত্থান তবে শুধুই সময়ের অপেক্ষা ! যেভাবে তাঁর নবজোয়ার এবং গ্রাম জনসংযোগ যাত্রার যেভাবে ভূয়সি প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাতে রাজনৈতিক মহলের ধারণা আগামী বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ পদেই যাচ্ছেন অভিষেক ৷
নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে এসে শুক্রবার সন্ধ্যায় কাটোয়ার জগদানন্দপুরের রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী টুইট করে জানান, এই কর্মসূচিতে যেভাবে দুই হাজার কিলোমিটার পথ পরিক্রমা করেছে অভিষেক, তাতে গর্বিত দল ৷ পাশাপাশি এই জন সংযোগ যাত্রা রাজ্যের মানুষের মন জয় করেছে বলেও অভিষেককে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ অভিষেককে ট্যাগ করে টুইটে মমতা লিখেছেন, "আমরা জনগণের আশীর্বাদ এবং সমর্থনে গুরুত্বপূর্ণ মাইলফলক পার করেছি ৷ গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ৷ আমাদের সংকল্পগুলিও আরও শক্তিশালী হয়ে উঠছে। আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি, বাংলা সাফল্যের নতুন উচ্চতা অর্জন করবে ৷"
অন্যদিকে, 2021 সালে কাটোয়ার এই রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিতে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মন্তব্য করেছিলেন, "আমি রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিলাম। এখানে শ্রীচৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। আমি এই পূণ্য ভূমি ও রাধাগোবিন্দকে প্রণাম জানাচ্ছি।" নাড্ডার এই কথা নিয়ে জোর বিতর্ক শুরু হয়। কারণ শ্রীচৈতন্য মহাপ্রভুর দীক্ষা নেওয়ার দুশো বছর পর এই মন্দির নির্মাণ হয়েছিল। এদিন সেই কথার সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার মনীষীদের কথা, তাঁরা কোথায় কবে জন্মেছেন সেটা বিজেপির নেতারা জানেন না। শুধু ভোট রাজনীতির স্বার্থে কথা বলে চলে যান।"