বর্ধমান, 29 জুন : সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণের একটি অংশ গত দু’দিন ধরে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Clip of Mamata Banerjee Speech) ৷ যে অংশে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, "যে মাটিকে কেন্দ্র করে আমি বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে । 1915 সালে ইউনাইটেড নেশন এই প্রোগ্রামটিকে সারা পৃথিবীতে কায়েম করেছিল ।"
1913 সালে ভারতে ব্রিটিশ শাসন চলছে ৷ তখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাটি উৎসবের উদ্বোধন করেছিলেন ! তাই এই নিয়ে আসরে নেমেছে বিরোধীরা ৷ সোশ্যাল মিডিয়াতেই মমতাকে ট্রোল করতে শুরু করেছেন বিজেপি (BJP), সিপিএম (CPIM)-সহ বিরোধী নেতা-কর্মীরা ৷ অনেকে আবার এর আগে কবে কোথায় মুখ্যমন্ত্রী এমন বেফাঁস মন্তব্য করেছেন, সেই উদাহরণ টেনেও কটাক্ষ করেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, মমতা এই মন্তব্য করেছেন বর্ধমানে ৷ গত সোমবার বর্ধমানের গোদার মাঠে কৃষকবন্ধু-সহ অন্যান্য সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান হয় ৷ সেখানেই তিনি এই মন্তব্য করে বসেন ৷ সেদিন তিনি বলেন, ‘‘বর্ধমান জেলা আমাদের খাইয়ে পরিয়ে রাখে । আমাদের অন্নদাতা মা । আপনারা যে ফসল উৎপাদন করেন, তা খেয়ে আমরা বেঁচে থাকি, তাই মা মাটি মানুষের কাছে আপনাদের মূল্য অপরিসীম । যে মাটিকে কেন্দ্র করে আমি বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে আর 1915 সালে ইউনাইটেড নেশন এই প্রোগ্রামটি-কে সারা পৃথিবীতে কায়েম করেছিলেন ।’’