বর্ধমান, 21 এপ্রিল : রাত পোহালেই বর্ধমানে সভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । ইতিমধ্যেই বর্ধমান শহরের উৎসব ময়দানে অমিত শাহের সভা ঘিরে শুরু হয়ে গেছে BJP-র প্রস্তুতি শিবির । অন্যদিকে বর্ধমান-1 ব্লকের দেওয়ানদিঘিতে চলছে মমতা ব্যানার্জির সভার প্রস্তুতি । আগামীকাল বর্ধমান শহর ছাড়াও মমতা ব্যানার্জি পূর্বস্থলী ও রায়না-1 ব্লকের সেহারাবাজারে সভা করবেন ।
BJP সূত্রে জানা গেছে, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে আগামীকাল বিকেলে উৎসব ময়দানে জনসভা করতে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার BJP সভাপতি সন্দীপ নন্দী বলেন, "ইতিমধ্যেই সভাকে সফল করে তুলতে BJP-র প্রস্তুতি তুঙ্গে । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা থেকে BJP-র কর্মী সমর্থকেরা জনসভায় যোগ দিয়ে উৎসব ময়দানকে ভরিয়ে তুলবেন ।" তবে সভায় মাইক বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে BJP।