পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামীকাল বর্ধমানে সভা মমতা ও অমিত শাহর - burdwan

আগামীকাল বর্ধমানে সভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

মমতা ও অমিত শাহ (ফাইল ফটো)

By

Published : Apr 21, 2019, 10:38 PM IST

Updated : Apr 21, 2019, 11:32 PM IST

বর্ধমান, 21 এপ্রিল : রাত পোহালেই বর্ধমানে সভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । ইতিমধ্যেই বর্ধমান শহরের উৎসব ময়দানে অমিত শাহের সভা ঘিরে শুরু হয়ে গেছে BJP-র প্রস্তুতি শিবির । অন্যদিকে বর্ধমান-1 ব্লকের দেওয়ানদিঘিতে চলছে মমতা ব্যানার্জির সভার প্রস্তুতি । আগামীকাল বর্ধমান শহর ছাড়াও মমতা ব্যানার্জি পূর্বস্থলী ও রায়না-1 ব্লকের সেহারাবাজারে সভা করবেন ।

BJP সূত্রে জানা গেছে, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে আগামীকাল বিকেলে উৎসব ময়দানে জনসভা করতে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার BJP সভাপতি সন্দীপ নন্দী বলেন, "ইতিমধ্যেই সভাকে সফল করে তুলতে BJP-র প্রস্তুতি তুঙ্গে । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা থেকে BJP-র কর্মী সমর্থকেরা জনসভায় যোগ দিয়ে উৎসব ময়দানকে ভরিয়ে তুলবেন ।" তবে সভায় মাইক বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে BJP।

অন্যদিকে বর্ধমান-1 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি গুপ্ত বলেন, "দেওয়ানদিঘিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার জন্য প্রস্তুতি জোরকদমে চলছে । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে মুখ্যমন্ত্রী আগামীকাল বর্ধমানে আসছেন । প্রচুর মানুষ এই সভায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে আসছেন । যে মাঠে জনসভা করা হচ্ছে সেখানে এত মানুষকে জায়গা দিতে পারব কি না তা নিয়ে সন্দেহ ।"

BJP এবং তৃণমূল কংগ্রেসের জনসভা ঘিরে সমস্যায় পড়তে চলেছে পথ চলতি সাধারণ মানুষ । জানা গেছে, BJP এবং তৃণমূল কংগ্রেসের জনসভায় মাঠ ভরানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বাসে করে মানুষজন আনা হবে । তার ফলে বর্ধমানের বিভিন্ন রুট থেকে বাস তুলে নেওয়া হয়েছে । যার জেরে ভোগান্তির শিকার হতে পারে পথ চলতি সাধারণ মানুষ ।

Last Updated : Apr 21, 2019, 11:32 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details