বর্ধমান (পূর্ব বর্ধমান), 2 ফেব্রুয়ারি: প্রায় দেড় ঘণ্টার বাজেট ভাষণের একেবারে শেষ পর্যায়ে এসে আয়কর (Income Tax) ছাড়ের উর্ধ্বসীমা বৃদ্ধির ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ৷ তার পর থেকে এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে দেশজুড়ে ৷ আয়কর ছাড়ের উর্ধ্বসীমা 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 7 লক্ষ টাকা করা নিয়ে বিশেষজ্ঞদের অনেকেই মোদি সরকারের (Modi Government) প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ৷ কেউ কেউ আবার সমালোচনা করেছেন ৷ সেই সমালোচকদের তালিকায় নাম রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ৷ তাঁর দাবি, এই ছাড়ের কথা বলে আসলে কেন্দ্রীয় সরকার চালাকি করেছে ৷
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে সরকারি কর্মসূচি প্রদানের অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে আয়কর ছাড় নিয়ে তোপ দাগেন কেন্দ্রের মোদি সরকারের বিররুদ্ধে ৷ তিনি বলেন, ‘‘আয়কর 5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা হল ৷ শুনে রাখুন কী করেছে চালাকি ৷ মাছের তেলে মাছ ভেজেছে ৷’’ আয়কর ছাড় নিয়ে নির্মলা সীতারমনের ঘোষণাকে তিনি কথার কারসাজি বলেও দাবি করেছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘লোভ দেখিয়েছে ৷ আসলে কিছু নয় ৷ মিথ্যে স্বপ্ন দেখিয়েছে ৷ আপনার রোজগার আরও ঝরঝরে করে দিয়েছে ৷’’
2020-21 আর্থিক বছরে আয়কর কাঠামোয় সংস্কার করে কেন্দ্রীয় সরকার ৷ পুরনো কর কাঠামো রেখে দিয়েই নতুন কর কাঠামো চালু করা হয় ৷ পুরো ব্যবস্থাই ঐচ্ছিক করে রাখা হয়েছে ৷ অর্থাৎ কেউ চাইলে এই কর কাঠামো ব্যবহার করতেও পারেন, আবার না পারেন ৷ সেই নিয়ে এদিন অভিযোগ করেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের বলবৎ করা নতুন কর কাঠামোয় অনেক ছাড় তুলে দেওয়া হবে ৷
আরও পড়ুন:শেয়ার বাজারে ধসের জেরে কেন্দ্রের সরকার পতনের মুখে পড়েছিল, দাবি মমতার