পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

madhyamik student arrested : থমকে বাঁশি, ভোট পরবর্তী হিংসায় গারদে 'নিরপরাধ' বছর আঠারোর নাট্যকর্মী - durgapur

আউশগ্রামের জাতীয় স্তরের নাট্যপ্রতিভা (Theatre Personality) তথা মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Student Arrested) বাঁশিকে (Bansi) রাজনৈতিক হিংসার কারণে অকারণে জেলে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ ৷ ন্যায় বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ পরিবার ৷

madhyamik-student-who-is-national-level-theatre-personality-arrested-in-no-reason
বিনা দোষে জেলবন্দি জাতীয় স্তরের নাট্যপ্রতিভা মাধ্যমিক পরীক্ষার্থী বাঁশি !

By

Published : Aug 11, 2021, 6:05 PM IST

দুর্গাপুর, 11 অগস্ট :মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Student Arrested) ৷ তবে তার আরও একটা পরিচয় রয়েছে ৷ সে জাতীয় স্তরের নাট্যকর্মী (Theatre Personality Arrested)৷ শেখ আমিনুল ইসলাম ৷ ডাক নাম বাঁশি (Bansi) ৷ ছোট্ট ছেলেটার গান, অভিনয় মুগ্ধ করেছে জ্ঞানীগুণীদের ৷ স্বীকৃতি হিসেবে মিলেছে নানা পুরস্কার ৷ তবে রাজনৈতিক হিংসা বহুমুখী প্রতিভার বাঁশিকে নাট্যমঞ্চ থেকে টেনে এনে দাঁড় করিয়ে দিয়েছে গারদের পিছনে ৷ কোনও কারণ ছাড়াই নিরপরাধ বাঁশি এখন কারাগারে বন্দি বলে অভিযোগ ৷ ন্যায়বিচার চাইছে তার পরিবার ৷

সবে 18-তে পা দিয়েছে শেখ আমিনুল ইসলাম । সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে । তবে পড়াশোনার থেকেও তাকে বেশি টানে অভিনয় ৷ দেশের বিভিন্ন প্রান্তে থিয়েটার করে বহু মানুষের মন জয় করেছে সে । সুর ও তালের প্রতিও তার দারুণ ঝোঁক ৷ ছেলেবেলা থেকেই বাঁশি বাজাতে ভালবাসত বলে এলাকায় তাকে আদর করে সবাই নাম দিয়েছে বাঁশি ৷ কলকাতার মধ্যমগ্রামে সে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে । পাশাপাশি চালিয়ে গিয়েছে গান, অভিনয় ৷ নাট্যকার প্রবীর গুহর 'অলটারনেটিভ লিভিং থিয়েটারে'র নিয়মিত অভিনেতা ।

আরও পড়ুন:হেলিকপ্টার থেকে জলে নেমে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন মমতার

মাধ্যমিক পরীক্ষাটা নিজের বাড়ি থেকেই দেবে বলে ঠিক করায় সম্প্রতি বাঁশি বাড়ি ফিরেছিল ৷ তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া গ্রামে ৷ বিধানসভা নির্বাচনের পর দেবশালা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ছোট্ট আদিবাসী গ্রামে রাজনৈতিক হিংসার আগুনে জ্বলে ওঠে । মূল অভিযুক্তরা এখনও অধরা । যাদের নামে এফআইআর হয়েছে, তাদের ধরতে না-পেরে পুলিশ বিনা কারণে নিরপরাধ বাঁশি-সহ আরও অনেককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ 2 অগস্ট গ্রেফতার করা হয় বাঁশিকে । এখনও সে জেলে বন্দি । গ্রেফতারির ভয়ে গ্রাম প্রায় পুরুষশূন্য । বাঁশির পরিবারের অভিযোগ, নির্দোষ হওয়া সত্ত্বেও শাস্তি পেতে হচ্ছে তাদের ছেলেকে ।

আরও পড়ুন:অলিম্পিকসেও এবার ব্যাট-বলের লড়াই ? কোমর বেঁধে নামল আইসিসি

দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামলকুমার বক্সিরও দাবি, নিরপরাধ নাট্যকর্মী বাঁশিকে বিনা কারণে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাঁশি-সহ ধৃত আরও চার জন যাতে মুক্তি পায়, পঞ্চায়েতের তরফে সেই চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি ।

বিনা দোষে নাট্যপ্রতিভা মাধ্যমিক পরীক্ষার্থী বাঁশিকে জেলে বন্দি রাখার অভিযোগ

বাঁশি আবার কবে বাজবে তা জানা নেই ৷ ওর ভবিষ্যৎ অনিশ্চিত । যে নাট্য প্রতিভার ভাঙাচোরা ঘর সাজানো বাদ্যযন্ত্র ও শংসাপত্রে, তার মাথা থেকে অপরাধীর তকমা সরুক, এটাই আকুতি বাঁশির পরিবারের ৷

ABOUT THE AUTHOR

...view details