বর্ধমান, 13 জুন : লেখাপড়া তো অবশ্যই এখন থেকে করতে হবে । কিন্তু বদমায়েশি করতে যেন ভুলে যেও না । তবে সেটাও যেন খুব বেশি না হয় । প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র ছাত্রীদের এই বার্তা দিলেন 2020 সালের মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী অরিত্র পাল (Madhyamik rank holders give advice to school students)। পাশে দাঁড়িয়ে সেই কথা উপভোগ করলেন চলতি বছর মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী রৌনক মণ্ডল । সাক্ষী থাকলেন রাজ কলেজের প্রিন্সিপাল ড. নিরঞ্জন মণ্ডল, সিএমএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু রায়, সিএমএস কেজি বিভাগের প্রধান শিক্ষক পুলকেশ চৌধুরী প্রমুখ ।
এদিন প্রাক্তন ছাত্রদের সাফল্যে রীতিমতো খুশি শিক্ষক-শিক্ষিকারা । সফল ছাত্রদের সঙ্গে গ্রুপ ছবি তোলা ছাড়াও সেলফি তুলতেও ছাড়েননি কোনও কোনও শিক্ষক শিক্ষিকা । সোমবার বর্ধমান সিএমএস (কেজি বিভাগের) স্কুলের পক্ষ থেকে কৃতীদের হাতে স্মারক এবং উপহার তুলে দেওয়া হয় । 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির, ইউনিট 1-এর ছাত্র অরিত্র পাল । চলতি বছরে মাধ্যমিকে প্রথম হয়েছে বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়ের ছাত্র রৌনক মণ্ডল । দুজনেই বর্ধমান সিএমএস স্কুল(কেজি বিভাগ) এর প্রাক্তন ছাত্র ।
কেজি বিভাগের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তারাও যাতে আগামী দিনে নিজেদের একটা উচ্চতায় নিয়ে যেতে পারে সেইজন্য দুই সফল ছাত্রকেই পরামর্শ দিতে বলা হয় । চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখলকারী ছাত্র রৌনক মণ্ডল বলেন, "সবসময় স্যার-ম্যাডামদের কথা শুনবে । হয়তো পড়াশোনায় সবাই সেরা নাও হতে পারে, কিন্তু সকলেই তো ভাল মানুষ হতে পারে । তবে পড়াশোনা করার সময় অবশ্যই মনে রাখতে হবে সমস্ত টেক্সট বইকে খুঁটিয়ে পড়তে হবে । তবেই সাফল্য আসবে ।"