বর্ধমান, 20 জানুয়ারি : আইসিডিএস প্রকল্পে শিশুদের যে চাল দেওয়া হয়, সেই চালের মধ্যে প্লাস্টিকের চাল মেশানো আছে, এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা (local people of borosul agitation against plastic rice in mid day meal) । পূর্ব বর্ধমান জেলার বড়শুল-1 গ্রাম পঞ্চায়েতের মসজিদ তলা এলাকায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে ৷ যদিও ওই সেন্টারের কর্মীর দাবি, স্থানীয়রা এই অভিযোগ করায় সেই চাল কাউকে দেওয়া হয়নি ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের বড়শুল-1 গ্রাম পঞ্চায়েতের আমড়া মসজিদ তলা এলাকায় একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এদিন শিশুদের মিড ডে মিলের চাল, আলু, ডাল দেওয়ার কাজ শুরু হয় । সেন্টারের কর্মী চালের বস্তা কাটার পরে দেখেন চালের মধ্যে বেশ কিছু সাদা চাল আছে । শিশুদের অভিভাবকেরা সেই চাল দেখার পরে দাবি করেন, চালের মধ্যে প্লাস্টিকের চাল জাতীয় কিছু মেশানো আছে ।
এরপরেই তাঁরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন । বিষয়টি জানাজানি হওয়ায় ওই সেন্টারের সামনে ভিড় জমে যায় । খবর পেয়ে সেখানে যায় শক্তিগড় থানার পুলিশ । পঞ্চায়েত সমিতির সদস্য-সহ অন্যান্যরা । তাঁরা চালের বস্তা খতিয়ে দেখেন । সেই চাল পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে ব্লক প্রশাসন । এদিন চাল দেওয়ার কাজ বন্ধ রাখা হয় ।
স্থানীয় বাসিন্দা ফিরোজ খান বলেন, ‘‘চালের মধ্যে প্লাস্টিকের চাল মেশানো ছিল। সেই কারণে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছে। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ওই সেন্টারে যায় । আমরা চাইছি যাতে সেন্টার থেকে ভালো চাল দেওয়া হয়।’’