পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘুরে বেরিয়েছেন রাস্তায়, কোরোনা আক্রান্ত মহিলার উপরেই ক্ষুব্ধ স্থানীয়রা - বর্ধমানের সুভাষ পল্লি

মহিলার কোরোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসার পরই প্রশাসনের তরফে এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । ফলে 21 দিন বাড়ি থেকে বেরোতে পারবেন না এলাকার কেউ । আর তাতেই ফুঁসছে এলাকাবাসী । বর্ধমানের সুভাষপল্লি এলাকার ঘটনা ।

Subhash Pally of Budwan
বর্ধমানের সুভাষপল্লি

By

Published : May 7, 2020, 3:27 PM IST

বর্ধমান, 7 মে : কোরোনায় আক্রান্ত মহিলা । অথচ তাঁর উপরেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা । কারণ ওই মহিলার কোরোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসার পরই প্রশাসনের তরফে এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । ফলে 21 দিন বাড়ি থেকে বেরোতে পারবেন না এলাকার কেউ । আর তাতেই ফুঁসছে এলাকাবাসী । বর্ধমানের সুভাষপল্লি এলাকার ঘটনা ।

এই সুভাষপল্লিতেই ওই কোরোনা আক্রান্ত মহিলার বাড়ি । তবে, তিনি কাজের সূত্রে কলকাতাতেই থাকেন । মাঝে মাঝে সুভাষপল্লির বাড়িতে আসেন । এই বাড়িতেই তাঁর স্বামী, দুই ছেলে ও শাশুড়িকে থাকেন । সোমবার রাতে ওই মহিলার রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । তারপরই ওই এলাকা সিল করে দেওয়া হয় । পাশাপাশি কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয় সুভাষপল্লিকে । ফলে 21 দিন ওই এলাকায় কেউ বাইরে বেরোতে পারবেন না ।

জেলা প্রশাসনের তরফে আবার সুভাষপল্লিকে বাফার জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । ফলে সুভাষপল্লি সংলগ্ন পাঁচ কিলোমিটার এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । ইতিমধ্যে তাঁর স্বামী, দুই ছেলে, শাশুড়ি ও গাড়ির চালককে বর্ধমানে কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাছাড়া, কারা ওই মহিলার সংস্পর্শে এসেছে তারও একটি তালিকা তৈরি হচ্ছে । আর এই সব কিছু নিয়েই ফুঁসছে এলাকাবাসী । তাঁদের বক্তব্য, ওই মহিলা এমনিতেই সুভাষপল্লিতে থাকেন না । তাহলে এতোদিন পরে এখানে এসে বাজারে গেলেন কেন ? ওই মহিলাই এলাকার মানুষের জন্য বিপদ ডেকে আনলেন ।

ABOUT THE AUTHOR

...view details