মঙ্গলকোট, 22 জুলাই: জমি সংক্রান্ত বিবাদের জেরে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো ভাসুর ও ভাসুরপোর বিরুদ্ধে । শনিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার কুরম্বো গ্রামের মাঝের পাড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় বীথিকা গড়াই নামে আহত ওই গৃহবধূকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । মঙ্গলকোট থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্ত ভাসুর সুবলচন্দ্র গড়াই ও তার ছেলে পূর্ণচন্দ্র গড়াইকে আটক করেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরের দিকে মঙ্গলকোটের মাঝের পাড়ার গ্রামবাসীরা এক মহিলার আর্তনাদ শুনে ছুটে যান । তারা দেখেন হাত পা বাঁধা অবস্থায় বীথিকা গড়াই নামে ওই গৃহবধূর শরীর জ্বলছে । গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ অভিযোগ, বীথিকা গড়াইয়ের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় তাঁর ভাসুর সুবলচন্দ্র গড়াই ও তার ছেলে পূর্ণচন্দ্র গড়াই ।
আরও পড়ুন: মালদার ঘটনায় ধৃত 5, অন্য অভিযোগে গ্রেফতার দুই নির্যাতিতাও; দাবি জেলা পুলিশের