কালনা (পূর্ব বর্ধমান), 23 নভেম্বর: একজনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন (Murder) ৷ পাশাপাশি, আরও দু'জনকে একইভাবে খুনের চেষ্টা ৷ আদালতে অভিযোগ প্রমাণ হতেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন বিচারক ৷ বুধবার ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের (Life Imprisonment) সাজা দেওয়া হয় ৷ এদিন পূর্ব বর্ধমানের কালনা মহকুমা আদালতের (Kalna Sub Divisional Court) সংশ্লিষ্ট বিচারক এই রায় দেন ৷ সাজাপ্রাপ্ত আসামীর নাম খোকন মাঝি ৷
মামলার সরকারি আইনজীবী মলয় পাঁজা এই প্রসঙ্গে জানান, "2019 সালের 11 জুলাই কালনার রুকুসপুর গ্রামে ঝাপান মেলা চলছিল ৷ সেই মেলায় জোরে মাইক বাজানো হচ্ছিল ৷ মাইক বাজানোর দায়িত্বে ছিলেন দুর্গাপুরের বাসিন্দা অভিজিৎ সিং ৷ কিন্তু, ওই দিন বিদ্যুতের ভোল্টেজ কম থাকায় হঠাৎ করে মাইক বন্ধ হয়ে যায় ৷ আর তাতেই মেজাজ খিঁচড়ে যায় খোকনের ৷ কেন মাইক বন্ধ করা হয়েছে, তা জানতে চেয়ে অভিজিতের উপর চড়াও হয় সে ৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই একটি ধারাল অস্ত্র দিয়ে অভিজিতের গলার নলি কেটে দেয় ! অভিজিতের সঙ্গে থাকা রাজীব সিং ও পিকাই হালদার নামে দুই যুবক খোকনকে আটকানোর চেষ্টা করেন ৷ তখন তাঁদের উপরেও হামলা চালায় খোকন ৷ এলোপাথাড়ি কোপে ওই দু'জনকে জখম করে সে ৷ পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তিন যুবককে গুরুতর আহত অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেন ৷ সেখানে অভিজিৎকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ এরপর কালনা থানার পুলিশ খোকনকে গ্রেফতার করে ৷"