পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kalna Kidnap: বীরঙ্গনা ! ছুরি দেখিয়ে ছাত্রীকে অপহরণের চেষ্টা, দুষ্কৃতীর হাত কামড়ে রক্ষা - kalna girl foiled kidnapping attempt

ছুরি দেখিয়ে ছাত্রীকে অপহরণের চেষ্টায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট এলাকায় ৷ পরে ছাত্রীটি এক অপহরণকারীর হাতে কামড় দিয়ে ছুটে পালায় (Attempt to Kidnap in Kalna) ।

Kalna Kidnap News
কালনায় ছাত্রীকে অপহরণের চেষ্টা

By

Published : Sep 27, 2022, 7:56 AM IST

কালনা, 26 সেপ্টেম্বর: ফিল্মি কায়দায় প্রকাশ্য রাস্তা থেকে এক ছাত্রীকে অপহরণ করে পালাতে চেষ্টা করছিল দুই দুষ্কৃতী । কিন্তু উপস্থিতির বুদ্ধির জেরে বিপদ থেকে রক্ষা পেল ছাত্রী । এক দুষ্কৃতীর হাত কামড়ে ঘটনাস্থলকে পালিয়ে গেল কোনওরকমে (Attempt to Kidnap in Kalna)। পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । ছাত্রীটিকে আপাতত কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, কালনার রাজীবপুর হাইস্কুলের নবম শ্রেণির ওই ছাত্রী সোমবার দুপুর নাগাদ খাতা কিনতে দোকানে গিয়েছিল । খাতা কিনে ফেরার পথে দুই যুবক বাইক নিয়ে গিয়ে তার পথ আটকায় । এরপর একজন ছুরি বের করে তাকে ভয় দেখাতে থাকে । এইভাবে তাকে কিছুটা হাঁটিয়ে নিয়ে যাওয়ার পরে তাকে বাইকে চাপিয়ে পালানোর চেষ্টা করে । সেই সময় ছাত্রীটি ভয়ে চিৎকার করতে করলে ফের তাকে ছুরি মেরে খুন করার হুমকি দেওয়া হয় । এরপর তাকে রাস্তায় নামিয়ে মারধর করে একটি ওষুধও খাইয়ে দেয় দুষ্কৃতীরা ।

আরও পড়ুন:দুর্গাপুরে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী অপহরণ মামলায় আরও 2 অভিযুক্ত গ্রেফতার

পরে নাদনঘাট ব্রিজের কাছে বাইক থামিয়ে একজন জল আনতে যায় । সেই সুযোগে ছাত্রীটি অপরজনের হাতে কামড় দিয়ে ছুটে পালায় । পরে একটি টোটো ধরে অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ে এক বান্ধবীর কাছে গিয়ে ঘটনার কথা জানায় । এরপর তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । খবর দেওয়া হয় পুলিশকেও । নাদনঘাট থানার পুলিশ বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে । সুস্থ হলে ছাত্রীর সঙ্গেও কথা বলবে পুলিশ । ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা হবে । পাশাপাশি ওই দুষ্কৃতীদের সঙ্গে ছাত্রীর আগে থেকে পরিচয় ছিল কি না সেটাও জানার চেষ্টা করবে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details