বর্ধমান, 27 নভেম্বর:আবারও রাজ্যের এক মন্ত্রীর গলায় কেন্দ্র-রাজ্য সুসম্পর্ক স্থাপনের দাবি ৷ এবার এই ইস্যুতে সরব হলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ৷ তাঁর বক্তব্য, আমজনতার স্বার্থে কেন্দ্র-রাজ্য সুসম্পর্ক থাকা জরুরি ৷ কিন্তু, নরেন্দ্র মোদির (Narendra Modi) জমানায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন বাংলার সরকারকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে !
রবিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের কল্পতরু মাঠে চালকল মালিকদের সংগঠনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই যোগ দিতে এসেছিলেন জ্যোতিপ্রিয় ৷ তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যখন থেকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন, তারপর থেকেই লাগাতার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে ৷" মন্ত্রীর প্রশ্ন, ধান (Paddy) উৎপাদনে সারা দেশে পশ্চিমবঙ্গ প্রথম হওয়া সত্ত্বেও কেন এফসিআই (FCI) এ রাজ্য থেকে ধান কেনে না ? অথচ, তারা পঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র থেকে নিয়মিত ধান কেনে !
আরও পড়ুন:100 দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব তৃণমূল
জ্যোতিপ্রিয়র অভিযোগ, বাংলার কৃষকদের প্রতি নরেন্দ্র মোদি ও তাঁর সরকারের কোনও সহানুভূতি নেই ! সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এফসিআই ধান সংগ্রহ করে ৷ পঞ্জাব, হরিয়ানা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে তুলনায় বেশি ধান কেনে তারা ৷ কিন্তু, পশ্চিমবঙ্গের কাছ থেকে ধান কেনা হয় না ৷ অথচ, পশ্চিমবঙ্গই ভারতে সবথেকে বেশি ধান উৎপাদন করে ৷
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ৷ এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় বলেন, "আমার জানা নেই, কেন এই রাজ্য থেকে ধান কেনা হয় না ! অথচ এই রাজ্য থেকে ধান কেনা খুব সহজ ৷ এখানে ধান কিনতে কোনও জটিলতা পোহাতে হয় না ৷ কেন্দ্র ধান কিনতে এলে আমরাই তার জন্য জায়গা করে দেব ৷ পাখা, আলো, এয়ার কন্ডিশন লাগিয়ে দেব ৷ কম্পিউটার, ল্য়াপটপও দেব ৷ শুধু এখানে এসে ওদের ধানটুকু কিনতে হবে ৷ কারণ, মুখ্যমন্ত্রী একটাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে কৃষকদের অভাবি ধান বিক্রি করতে না হয় ৷ যাতে কৃষকরা ধান উৎপাদন করার পর ন্যূনতম লাভের মুখ দেখতে পান ৷"
এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, মানুষের স্বার্থেই কেন্দ্র-রাজ্য সুসম্পর্ক থাকা দরকার ৷ কিন্তু, কেন্দ্রের আচরণ পক্ষপাতদুষ্ট, বিমাতৃসুলভ ৷ আর তার জেরে বাংলার কৃষকরাও বঞ্চিত হচ্ছেন ৷ চব্বিশের লোকসভা ভোটে মানুষ নরেন্দ্র মোদিকে এর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন জ্যোতিপ্রিয় ৷