পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সত্যিই দুঃখজনক, বলছেন দেবাঞ্জনের স্কুলের প্রধান শিক্ষক - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন বর্ধমান টাউন স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি মুখোপাধ্যায় । তিনি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র । তথা বাবুলকে হেনস্থায় অভিযুক্ত দেবাঞ্জন বল্লভের প্রাক্তন স্কুলের শিক্ষক ।

প্রধান শিক্ষক

By

Published : Sep 21, 2019, 5:08 PM IST

Updated : Sep 21, 2019, 5:42 PM IST

বর্ধমান, 21 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে । চুলের মুঠি ধরে টান, মারধর সবই চলে । ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ । পড়ুয়াদের হাতে 'আটক' বাবুলকে উদ্ধারে এগিয়ে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁরা বেরিয়ে যেতেই শুরু হয় আর এক হুজ্জতি । বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুরের অভিযোগ ওঠে ABVP-র বিরুদ্ধে । এই ঘটনা নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন কথা বলছে । কেউ দেখছে বাবুলের দোষ । কেউ আবার এক শ্রেণির পড়ুয়াদের । তবে, এবার ঘটনা নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তুষারকান্তি মুখোপাধ্যায় ।

তুষারবাবু বর্তমানে বর্ধমান টাউন স্কুলের প্রধান শিক্ষক । এই স্কুলেই পড়ত বাবুলকে হেনস্থায় অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন বল্লভ । দেবাঞ্জনের বাবা চন্দন বল্লভ বর্ধমান টাউন স্কুলেরই শিক্ষক । যাদবপুরের ঘটনা নিয়ে তুষারবাবু বলেন, "আমি নিজে ওই বিশ্ববিদ্যালয়ে Msc করেছি । বিশ্ববিদ্যালয়ের PhD-এর ছাত্র ছিলাম । এরকম ঘটনা আগে ঘটেনি । বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সত্যিই দুঃখজনক । আমাদের সময় এরকম পরিবেশ ছিল না ।"

বর্ধমান টাউন স্কুল

বাবুল হেনস্থায় অভিযুক্ত দেবাঞ্জনের ছবি সামনে আসতেই চাপে পড়ে যায় তার পরিবার । শুরু হয় হুমকি আসা । স্কুল লাগোয়া কোয়ার্টারে থাকত তারা । বর্তমানে সেই ঘর বন্ধ । স্কুলেও আসেননি চন্দনবাবু । তবে, দেবাঞ্জনের মা রূপালি বল্লভ ছেলের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন বাবুল সুপ্রিয়র কাছে । তিনি বলেন, "আমি আবেদন করছি, একজন ক্যান্সার আক্রান্ত মায়ের কথা ভাবে উনি (বাবুল সুপ্রিয়) যেন আমার ছেলেকে মাফ করে দেন ।" পালটা টুইট করেন বাবুলও । আশ্বস্ত করেন, তাঁর ছেলের কোনও ক্ষতি হবে না । কোনও অভিযোগও দায়ের করবেন না কেন্দ্রীয় মন্ত্রী ।

Last Updated : Sep 21, 2019, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details