পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামনের বৈশাখে বিয়ের ঠিক হয়েছিল মৃত সুরজিতের - সহকর্মীর গুলিতে মৃত জওয়ান

সামনের বৈশাখেই ঠিক হয়েছিল বিয়ে । কিন্তু তার আগেই বাড়ির ছেলের মৃত্যুর খবর আসায় শোকের ছায়া নামল পরিবারে ।

surojit
সুরজিত

By

Published : Dec 4, 2019, 11:13 PM IST

পূর্বস্থলী, 4 ডিসেম্বর : সামনের বৈশাখেই বিয়ের ঠিক হয়েছিল । সেইমতো তোড়জোড় শুরু করেছিল পরিবার । কিন্তু তার আগেই বাড়ির ছেলের মৃত্যুর খবর আসায় শোকের ছায়া নামল পরিবারে ।

পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুরের ঘোষপাড়ার বাসিন্দা সুরজিৎ সরকার । বয়স 25 । বর্তমানে ছত্তিশগড়ের নারায়ণপুরের বস্তারে কর্মরত ছিলেন ।

গতকাল ছত্তিশগড়ের নারায়ণপুরে মাসুদুল রহমান(33) নামে এক ITBP জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে । ঘটনাস্থানেই মৃত্যু হয় চার জনের । পরে আত্মঘাতী হন মাসুদুল । এই ঘটনায় জখম হয় আরও তিন জওয়ান । তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় । মাসুদুলের গুলিতে মৃত পাঁচ জওয়ানের মধ্যে একজন ছিলেন সুরজিৎ ।

ছেলের মৃত্যুর খবর পেতেই কান্নায় ভেঙে পড়েন সুরজিতের বাবা, পেশয়া তাঁত শিল্পী পীযূষ সরকার ও মা পার্বতী সরকার । সামনের বৈশাখ মাসে বিয়ে ঠিক হয়েছিল সুরজিতের । তাই ছেলে ও বউমার জন্য বাড়ির পাশে নতুন একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয় । কিন্তু তার মধ্যেই ছেলের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের লোকজন ।

ABOUT THE AUTHOR

...view details