মেমারি, 3 অক্টোবর : IPL-এ জুয়া খেলা করানোর অভিযোগে গ্রেপ্তার নয় যুবক । ঘটনাটি বর্ধমান জেলার মেমারি থানা এলাকার । পুলিশি নজরদারি আন্দাজ করতে পেরে ওই নয় যুবক দিঘা পালিয়ে যায় । কিন্তু শেষ পর্যন্ত মেমারি ও দিঘা থানার পুলিশ যৌথ উদ্যোগে ধরা পড়ে তারা ।
বর্ধমানে IPL-এর জুয়া, গ্রেপ্তার 9 যুবক - মেমারি থানা
পুলিশ সুত্রে খবর, এলাকার ন'জন যুবক দীর্ঘদিন ধরে IPL-এ জুয়া খেলার সঙ্গে যুক্ত ছিল । তাই পুলিশ এদের খোঁজে তল্লাশি শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে মোবাইলের টাওয়ারের লোকেশন ধরে আজ মেমারি ও দিঘা থানার পুলিশ যৌথ্য অভিযান চালিয়ে সমুদ্র সৈকত দিঘাতে তাঁদের গ্রেপ্তার করে ।
IPL gambling in Burdwan
পুলিশ সূত্রে খবর, এলাকার ন'জন যুবক দীর্ঘদিন ধরে IPL-এ জুয়া খেলার সঙ্গে যুক্ত ছিল । তাই পুলিশ এদের খোঁজে তল্লাশি শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে মোবাইলের টাওয়ারের লোকেশন ধরে আজ মেমারি ও দিঘা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সমুদ্র সৈকত দিঘাতে তাদের গ্রেপ্তার করে ।
বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ তাঁদের দিঘা থেকে উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসে । তাদের বিরুদ্ধে 420,120b-সহ আরও একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।