পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash: দলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব - inner clash between TMC over extortion

তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ পার্কিং করার নামে তোলাবাজি করে দলেরই অন্য এক গোষ্ঠী। ওই গোষ্ঠীর লোকরা আদতে সিপিএমের কর্মী ছিল বলেও দাবি তৃণমূলের অন্য গোষ্ঠীর নেতার ৷

Etv Bharat
ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব

By

Published : May 10, 2023, 10:23 PM IST

বর্ধমান, 10 মে: বর্ধমান স্টেশন চত্বরে তোলাবাজির অভিযোগে সরব তৃণমূলেরই দুই গোষ্ঠী ৷ অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক কোন্দল হয় ৷ এরপরই এক গোষ্ঠীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হয়েছে দলেরই অন্য গোষ্ঠীর নেতারা ৷

বর্ধমান স্টেশন চত্বরে কোন্দলে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী ৷ যার জেরে এলাকায় বেশ কিছু গাড়ি ও দোকান ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ ৷ এই ঘটনার পরই তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছে অন্য পক্ষ। দলের এই কাণ্ডকারখানায় ক্ষুদ্ধ তৃণমূলের দলীয় নেতৃত্ব। বুধবার তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি ইফতিকার আহমেদ বলেন, "তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য মিথ্যে তোলাবাজির অভিযোগ তুলছে দলেরই একটা গোষ্ঠী।" তৃণমূলের অন্য আরেক গোষ্ঠীর অভিযোগ, বর্ধমান স্টেশন থেকে যখন কোনও যাত্রী স্টেশনের বাইরে বের হয়ে টোটো ধরতে যান, সেই সময় টোটো চালকদের 10 টাকা করে দিতে হয়। সেই টাকা কাকে এবং কেন দিতে হয় তা নিয়ে অবশ্য এলাকার কোনও টোটো চালকই মুখ খুলতে রাজি হয়নি।

তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ পার্কিং করার নামে তোলাবাজি করে দলেরই অন্য এক গোষ্ঠী। শুধু তাই নয় দু'চাকা বা চার চাকা গাড়ি পার্কিংযের স্ট্যান্ড চালানোর জন্যও ওই গোষ্ঠীকে টাকা দিতে হয়। ফলে অন্য গোষ্ঠী প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে ঝামেলা লেগেই থাকে। রবিবার রাতেও এলাকা দখলকে কেন্দ্র করে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপর চড়াও হয়েছিল বলে অভিযোগ। 20-25 জনের দুষ্কৃতীদের একটা দল তলোয়ার, লাঠি, রড নিয়ে স্টেশন চত্বরে থাকা চারচাকা এবং দু'চাকা গাড়ি-সহ দু-একটি দোকানেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ গোলাপ সোনকারকে গ্রেফতার করে।

আদালতে যাওয়ার পথে গোলাপ সোনকার অবশ্য দাবি করেছেন, তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছেন তৃণমূল নেতা পাপ্পু ওরফে ইফতিকার আহমেদ ৷ গোলাপের অনুগামীরা জানাচ্ছে, এলাকায় পাপ্পুর নেতৃত্বে দেদার তোলাবাজি চলছে। গোলাপ সোনকার প্রতিবাদ করায় তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইফতিকার আহমেদ জানান, তাঁদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী মিথ্যে অভিযোগ তুলে দলের বদনাম করার চেষ্টা করছে। ওই গোষ্ঠীর সদস্যরা আদতে সিপিএমের কর্মী ছিল বলেও দাবি করেছেন পাপ্পু। 2021 সালে তারা আবার বিজেপির হয়ে নির্বাচনে কাজ করেছে। এমনকী বর্ধমানের বিধায়ককে খুনেরও চেষ্টা করেছে বলে ওই গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে অভিযোগ।

অন্যদিকে, স্টেশন চত্বরে টোটো চালকদের কাছ থেকে টাকা নেওয়ার বিষটি নিয়ম মেনেই হয় বলেও দাবি করেছেন পাপ্পু। তাঁর দাবি, এক ব্যক্তি রেলের কাছ থেকে এই স্ট্যান্ডের জন্য টেন্ডার নিয়েছে। ফলে তাদের বিরুদ্ধে মিথ্যে তোলাবাজির অভিযোগ তুলে দলের বদনাম করার চেষ্টা করা হচ্ছে। দলীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: অমিত শাহের সময় গরু পাচার বন্ধ ? তাহলে কি রাজনাথ যুক্ত ছিলেন ? শুভেন্দুর দাবির পালটা ফিরহাদের

ABOUT THE AUTHOR

...view details