বর্ধমান, 1 ডিসেম্বর : দুবরাজপুর থানার চিৎপুর গ্রামে গুলি চালানোর ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি ৷ অবস্থার অবনতি হওয়ায় বীরভূম থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ গত রাতে মৃত্যু হয় তাঁর ৷
মৃত ব্যক্তির নাম নুরউদ্দিন খান (25) ৷ বাড়ি বীরভূমের দুবরাজপুরের চিৎপুর এলাকায় ৷ তাঁর বাবা লালচাঁদ খান তৃণমূল কংগ্রেসের কর্মী ৷ ওই এলাকায় মসজিদ কমিটির জমি দেখাশোনার ডাক কারা পাবে, তা নিয়ে গ্রামে সালিশি সভা বসেছিল ৷ সেই সভাতে তৃণমূলের অন্য গোষ্ঠী এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় গুলিবিদ্ধ হন নুর উদ্দিন ৷