বর্ধমান, 26 এপ্রিল: প্রচণ্ড গরমে ক্রেতাদের সতর্ক করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। ওই তেল সংস্থার পক্ষ থেকে বার্তা দিয়ে বলা হয়েছে আগামিদিনে তাপমাত্রা বাড়তে চলেছে, তাই সর্বোচ্চ সীমা পর্যন্ত গাড়িতে তেল না-ভরার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটতে পারে। তাই গাড়িতে অর্ধেক জ্বালানি ট্যাঙ্ক পূরণ করে বাতাস চলাচল করার জন্য জায়গা রাখতে বলা হয়েছে । ধারণক্ষমতার সর্বোচ্চ পেট্রল ভরার কারণে চলতি সপ্তাহে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাই দিনে অন্তত একবার পেট্রল ট্যাঙ্ক খুলে ভিতরে তৈরি গ্যাসকে বের করতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই তেল সংস্থার বিভিন্ন পাম্পে এই সতর্কতা পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়েছে।
পাম্পে তেল ভরতে আসা শুভাশিস কুণ্ডু বলেন, "গরমে গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরছি না । কারণ যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে যদি গাড়িতে কোনও সমস্যা দেখা দেয়, কিংবা যদি ব্লাস্ট করে যায় তাই তেল কিছুটা কম ভরছি । পাম্পে এসে জানতে পেরেছি সারাদিনে দুই থেকে একবার পেট্রল ট্যাঙ্ক খোলার কথা। তাতে ভিতরে জমে থাকা বাষ্প বের হয়ে যাবে। তাই ট্যাঙ্ক মাঝেমধ্যে খুলছি ।" শিলাজিৎ চক্রবর্তী বলেন, "প্রচণ্ড গরমের কারণে এখন বাইকে এক-দেড় লিটারের বেশি পেট্রল ভরছি না । কারণ এতে বিপদ ঘটতে পারে। অনেক জায়গায় শুনছি বাইক কিংবা গাড়িতে আগুন ধরে যাচ্ছে। সেই জন্য এখন অল্প পরিমাণে তেল ভরার চেষ্টা করছি ।"