পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ETV ভারতের সাংবাদিককে নিগ্রহ , মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের - Indian Journalist Association send memorandum to Mamata Banerjee

বৃহস্পতিবার BJP-র নবান্ন অভিযানের দিন বর্ধমান থেকে হাওড়া যাওয়ার পথে পালসিট টোল প্লাজ়ায় BJP কর্মীদের আটকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ দু'নম্বর জাতীয় সড়কে পালসিট টোল প্লাজ়া ঢোকার মুখে রাস্তার উপরে খালি ট্রাক রেখে দেওয়া হয় । ফলে, নবান্নগামী BJP কর্মীরা ছাড়াও আটকে যান কলকাতার উদ্দেশে বেরোনো মানুষজন ৷ সেই ছবি ক্যামেরাবন্দী করতে গেলে ETV ভারতের সাংবাদিককে হেনস্থা করা হয় ।

Indian Journalist Association
স্মারকলিপি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের

By

Published : Oct 10, 2020, 8:54 AM IST

বর্ধমান, 10 অক্টোবর : ETV ভারতের এক সাংবাদিক ও অপর এক সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিককে নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাল ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন । গতকাল পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয় ।



বৃহস্পতিবার BJP-র নবান্ন অভিযানের দিন বর্ধমান থেকে হাওড়া যাওয়ার পথে পালসিট টোল প্লাজ়ায় BJP কর্মীদের আটকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ দু'নম্বর জাতীয় সড়কে পালসিট টোল প্লাজ়া ঢোকার মুখে রাস্তার উপরে খালি ট্রাক রেখে দেওয়া হয় । ফলে, নবান্নগামী BJP কর্মীরা ছাড়াও আটকে যান কলকাতার উদ্দেশে বেরোনো মানুষজন ৷ সেই ছবি ক্যামেরাবন্দী করতে গেলে ETV ভারতের সাংবাদিককে হেনস্থা করা হয় । টোল প্লাজ়ার কর্মীরা ক্যামেরা ও বুম কেড়ে নেওয়ার চেষ্টা করেন ৷ এছাড়া , অপর এক সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিকের উপরেও হামলার অভিযোগ ওঠে ।

ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান বলেন, "পালসিট টোল প্লাজ়ায় খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের সংগঠনের সদস্য সন্তোষ দাস ও অপর এক সংগঠনের সদস্য নুর আহমেদ আক্রান্ত হন । তাঁদের মারধর করে ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় । এমনকী , সন্তোষের হাত থেকে বুম কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । জেলার সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে । পুলিশ যেন দোষীদের গ্রেপ্তার করে । প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি পাঠালাম ।"

ABOUT THE AUTHOR

...view details