পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TET 2022 Result: বিতর্কে না-গিয়ে নিজের পড়াশোনা করলে সাফল্য আসবেই, বললেন রাজ্যে টেটে প্রথম ইনা - ina singha rank 1 2022 tet exam is with etv bharat

2022 সালের প্রাথমিক টেট পরীক্ষায় প্রথম হলেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ (2022 Primary TET Result)৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে জানালেন তাঁর পরিশ্রমের কথা ৷ পরীক্ষার্থীদের জন্য দিলেন বার্তা ৷

Etv Bharat
ইটিভি ভারতের সঙ্গে টেট পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ইনা সিংহ

By

Published : Feb 10, 2023, 5:52 PM IST

ইটিভি ভারতের সঙ্গে টেট পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ইনা সিংহ

আলমগঞ্জ (পূর্ব বর্ধমান), 10 ফেব্রুয়ারি: রাজ্যের মধ্যে 2022-এর টেট পরীক্ষায় প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ (Ina Singha)। বর্ধমান শহরের আলমগঞ্জের বাসিন্দা তিনি । নিজে এখনও রেজাল্ট দেখার সময় পাননি ইনা ৷ টিভিতে তাঁর প্রথম হওয়ার খবর প্রকাশিত হতেই ফোন আসতে শুরু করে ৷ সেখান থেকেই নিজের প্রথম স্থান অধিকার করার কথা জানতে পারেন ইনা (1st Position in 2022 TET Exam)৷ মোট 150 নম্বরের পরীক্ষায় ইনার প্রাপ্ত নম্বর 133 ৷ পাস করবেন এটা আশা করলেও তালিকার একেবারে প্রথম নামটাই যে তাঁর আসবে তা ভাবতে পারেননি ইনা ৷ তাই স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত তিনি ৷

নিজের বাড়িতে টেট পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ইনা সিংহ
এদিন 2022-এর টেট পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই ইটিভি ভারত পৌঁছে গিয়েছিল ইনার বাড়িতে ৷ সেখানে গিয়ে দেখা যায় অনেকেই তাঁকে ফুলের স্তবক নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন । ইনা ইটিভি ভারতকে বলেন,"টেট নিয়ে রাজ্যজুড়ে আন্দোলন চলছে । সেই আন্দোলনের জেরেই রেজাল্টে স্বচ্ছতা এসেছে । এত দ্রুত ফলাফল প্রকাশ করা হয়েছে ৷ টেট পরীক্ষায় সাফল্য পাব ভেবেছিলাম, তবে রাজ্যে প্রথম হব সেটা আশা করিনি । আমার মতে, কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই । তাই প্রত্যেককে বলব বেশি বিতর্কে গিয়ে লাভ নেই ৷ নেগেটিভ ভাবনা চিন্তা না করে পজিটিভ ভাবনা ভাবতে হবে । কে কী বলল তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাবেন না ৷ লোকের নেগেটিভ কথায় কান দিলে তার নেগেটিভ প্রভাব পরীক্ষায় পড়বে ৷ তাই শুধু নিজের পড়াশোনাটা ভালো করে করুন ৷ সাফল্য আসবেই । এবার আন্দোলনের জেরেই স্বচ্ছতা এসেছে । এছাড়া রাজ্যের মহামান্য বিচারব্যবস্থার প্রতি আস্থা আছে আমার ।"
বাবা-মায়ের সঙ্গে ইনা

মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি মা কাকলি সিংহ ৷ তাঁর কথায়,"মেয়ে সাফল্য পাবে জানতাম । তবে প্রথম হবে ভাবিনি । ও পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে । যতটুকু সময় পেত পড়াশোনা নিয়েই থাকত ৷"

আরও পড়ুন :বাইশের টেটে মেয়েদের জয়জয়কার, প্রথম বর্ধমানের ইনা সিং

ABOUT THE AUTHOR

...view details