বর্ধমান, 13 সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 45 জন। গত 24 ঘন্টায় ফের একজনের মৃত্যু হয়েছে । ফলে জেলায় মোট কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 47 ।
পূর্ব বর্ধমানে ফের আক্রান্ত 45 জন, মৃত্যু একজনের
জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে 3 হাজার 448 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে 473 জনের চিকিৎসা চলছে । 2928 জন সুস্থ হয়ে যাওয়ায় তাঁদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে ।
জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে 3 হাজার 448 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে 473 জনের চিকিৎসা চলছে । 2928 জন সুস্থ হয়ে যাওয়ায় তাঁদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে । জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী 538 জন এখন কোয়ারেন্টাইন সেন্টারে আছেন । হোম কোয়ারেন্টাইনে আছেন 646 জন । জেলায় 76415 জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে । নমুনা পরীক্ষা করা হয়েছে 75088 টি । এর মধ্যে পজ়িটিভ রিপোর্ট এসেছে 2178 জনের । আক্রান্তদের মধ্যে 32 জন সুস্থ হওয়ার পরেও ফের আক্রান্ত হয়েছিলেন । 72251 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । 618 জনের নমুনা বাতিল হয়েছে ।
এদিন যে 45 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 11 জন, আউসগ্রাম দুই নম্বর ব্লকে পাঁচ জন, ভাতার ব্লকে এক জন, বর্ধমান এক নম্বর ব্লকে দুই জন, বর্ধমান দুই নম্বর ব্লকে পাঁচ জন, কালনা এক নম্বর ব্লকে তিন জন, কাটোয়া দুই নম্বর ব্লকে দুই জন, কেতুগ্রাম এক নম্বর ব্লকে এক জন, কেতুগ্রাম দুই নম্বর ব্লকে এক জন, খণ্ডঘোষ ব্লকে নয় জন ,পূর্বস্থলী এক নম্বর ব্লকে এক জন, পূর্বস্থলী দুই নম্বর ব্লকে চার জন আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের মধ্যে 12 জনের শরীরে এদিন উপসর্গ মিলেছে । 33 জন উপসর্গহীন । অন্যদিকে স্বাস্থ্য দপ্তর জানতে পেরেছে 19 জন কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে । 26 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি ।