পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুনীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ BJP-র - bjp worker murder

গতকাল বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ উপলক্ষ্যে কেতুগ্রামের পাণ্ডুগ্রামে BJP-র পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয় । সেই কারণে সকালের দিকে দলীয় পতাকা টাঙানোর কাজে ব্যস্ত ছিলেন BJP কর্মী সুশীল মণ্ডল । অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত তিন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সুশীল মণ্ডলকে । সুশীল মণ্ডলের স্ত্রী অপর্ণা কেতুগ্রাম থানায় রাজকুমার ঘোষ, লক্ষ্মণ মণ্ডল ও জগন্নাথ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে রাতে কেতুগ্রাম থানার পুলিশ রাজকুমারকে গ্রেপ্তার করে ।

মৃতদেহ ঘিরে BJP-র বিক্ষোভ

By

Published : May 31, 2019, 8:46 PM IST

Updated : May 31, 2019, 8:53 PM IST

কেতুগ্রাম , 31 মে : কেতুগ্রামে BJP কর্মী সুশীল মণ্ডলের খুনের ঘটনায় গ্রেপ্তার রাজকুমার ঘোষ নামে এক যুবক । BJP-র দাবি, রাজকুমার একজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী । তবে খুনের ঘটনায় অপর দুই অভিযুক্ত জগন্নাথ ঘোষ ও লক্ষ্মণ মণ্ডল এখনও পলাতক । তাদের দু'জনকে গ্রেপ্তারের পাশাপাশি কেতুগ্রাম থানার IC-কেও বদলি করতে হবে, এই দাবিতে আজ কেতুগ্রাম থানার সামনে সুশীল মণ্ডলের মৃতদেহ বিক্ষোভ দেখান BJP কর্মীরা । এদিকে ধৃত রাজকুমার ঘোষকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

উল্লেখ্য, গতকাল বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ উপলক্ষ্যে কেতুগ্রামের পাণ্ডুগ্রামে BJP-র পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয় । সেই কারণে সকালের দিকে দলীয় পতাকা টাঙানোর কাজে ব্যস্ত ছিলেন BJP কর্মী সুশীল মণ্ডল । অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত তিনজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সুশীল মণ্ডলকে। সুশীল মণ্ডলের স্ত্রী অপর্ণা কেতুগ্রাম থানায় রাজকুমার ঘোষ , লক্ষ্মণ মণ্ডল ও জগন্নাথ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে রাতে কেতুগ্রাম থানার পুলিশ রাজকুমারকে গ্রেপ্তার করে ।

দেখুন ভি়ডিয়ো

আজ কেতুগ্রাম থানার সামনে সুশীল মণ্ডলের মৃতদেহ নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে BJP কর্মীরা । তাদের দাবি আগামী 72 ঘণ্টার মধ্যে বাকি দু'জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে ও অবিলম্বে কেতুগ্রাম থানার IC-কে বদলি করতে হবে । দাবি মানা না হলে আবারও তারা আন্দোলনে নামবে ।

Last Updated : May 31, 2019, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details