বর্ধমান, 19 অক্টোবর : পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্ত ক্রমশ বাড়ছে । গত 24 ঘণ্টায় 4 জনের মৃত্যু হয়েছে । নতুন করে আক্রান্ত হয়েছেন 98 জন । এখনও অবধি জেলায় কোরোনা আক্রান্ত হয়ে মোট 86 জনের মৃত্যু হল।
বর্ধমানে নতুন করে কোরোনা আক্রান্ত 98 - কোরোনা আক্রান্ত
জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, নতুন করে 98 জন কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6263 জন ।
জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, নতুন করে 98 জন কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6263 জন । যদিও এদের মধ্যে 5599 জন সুস্থ হয়ে উঠেছেন । 578 জনের চিকিৎসা চলছে । 538 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে। হোম কোয়ারানটিনে রয়েছেন 356 জন । মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে এই রাজ্যে ফেরায় 733 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । এদিন এদের মধ্যে যে 98 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকাতেই আক্রান্ত হয়েছেন 13 জন । দাঁইহাট পৌরসভা এলাকায় 2 জন, গুসকরা পৌরসভা এলাকায় 2 জন, কাটোয়া পৌরসভা 6 জন, কালনা পৌরসভা এলাকায় 13 জন, মেমারি পৌরসভা এলাকায় 2 জন, আউশগ্রাম 1 ব্লকে 1 জন, ভাতার ব্লকে 2 জন, বর্ধমান 2 ব্লকে 7 জন, গলসি 1 ব্লকে 2 জন, জামালপুর ব্লকে 2 জন, কালনা 1 ব্লকে 9 জন, কালনা 2 ব্লকে 5 জন, কাটোয়া 1 ব্লকে 1 জন, কাটোয়া 2 ব্লকে 2 জন, মঙ্গলকোট ব্লকে 4 জন, মেমারি 1 ব্লকে 9 জন, পূর্বস্থলী 1 ব্লকে 8 জন, পূর্বস্থলী 2 ব্লকে 4 জন, রায়না 1 ব্লকে 2 জন ও রায়না 2 ব্লকে 2 জন আক্রান্ত হয়েছেন ।
আক্রান্তদের মধ্যে 23 জনের দেহে উপসর্গ মিলেছে বাকি 75 জন উপসর্গহীন । এছাড়া আক্রান্তদের মধ্যে 12 জন কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন । অন্য জেলা থেকে ফিরে আক্রান্ত হয়েছেন 3 জন, বাকি 83 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে জেলায় সুস্থতার হার 89.39 শতাংশ, মৃত্যুর হার 3.38 শতাংশ ।