কাটোয়া, 4 অগস্ট : রাজ্যে অস্ত্র কারখানার হদিস পাওয়ার ঘটনা নতুন নয় ৷ এর আগেও বহু অস্ত্র কারখানার হদিস মিলেছে ৷ এবার বেআইনি অস্ত্র কারখানার হদিস পেল কাটোয়া থানার পুলিশ । মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার লোহাপোতা গ্রামে রমজান আলি নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালায় । সেখান থেকে তিনটি বেআইনি অস্ত্রসহ 17 রাউন্ড গুলি ও প্রচুর পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ।
কাটোয়ার প্রত্যন্ত একটা গ্রাম লোহাপোতা । সেই গ্রামের বাসিন্দা রমজান আলি শেখ । মূলত ডেকরেটার্সের জিনিসপত্র ভাড়া দিতেন তিনি । সবাই তাঁকে ডেকরেটার্স ব্যবসায়ী হিসেবেই চেনেন । গোপন সূত্রে, পুলিশ জানতে পারে ওই বাড়িতে অস্ত্র তৈরি করা হচ্ছে গত কয়েকদিন ধরে । সেইমতো এদিন রমজানের বাড়িতে পুলিশ অভিযান চালায় । সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় রীতিমতো ছোটখাটো কারখানা । সেখান থেকে উদ্ধার হয় বেশকিছু অর্ধেক তৈরি হওয়া অস্ত্রও । এছাড়াও মিলেছে গ্যাস সিলিন্ডার, লোহার পাইপ, বেশকিছু যন্ত্রাংশ, স্প্রিং,স্ক্রু সহ অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম ।