পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন উপেক্ষা করে মদের দোকানে লম্বা লাইন !

বর্ধমানে লকডাউনে মদের দোকানে লাইন। ব্যবস্থা নিল পুলিশ।

By

Published : Apr 22, 2020, 11:53 PM IST

gathering in liquor shop of Bardhaman
মদের দোকানে

বর্ধমান, 22 এপ্রিল: লকডাউন উপেক্ষা করেই মদের দোকানে দীর্ঘ লাইন। বাইক ও প্রাইভেট গাড়ি নিয়ে একাধিক বহু মানষের ভিড়। একসঙ্গে এত মানুষের জমায়েত দেখে আতঙ্কিত হন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, প্রতিদিনই মদ কেনার জন্য এমন লাইন পড়ছে এই দোকানে। যদিও, এদিনের ঘটনা জানতে পেরে পুলিশ এসে ব্যবস্থা নেয়। সরিয়ে দেওয়া জমায়েত। গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।

কোরোনার প্রকোপে দেশজুড়ে লকডাউন চলছে। অত্যবশ্যকীয় পণ্য ছাড়া লকডাউনে বন্ধ সব দোকানপাট। কিন্তু বর্ধমানের মিরছোবা এলাকায় দেখা গেল অন্য চিত্র। স্থানীয়দের অভিযোগ, সব সময় খোলা না থাকলেও এই মদের দোকানটিতে রোজই এমন ভিড় হয়। মদের দোকানটি মিরছোবা এলাকারই এক প্রভাবশালীর।

স্থানীয়দের অভিযোগ, এলাকার মানুষ বারবার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। যদিও আজ পরিস্থিতির কিছুটা বদল হয়। অন্য দিনের তুলনায় আরও বেশি লোক ভিড় করায় খবর যায় পুলিশের কানে। এরপরই ঘটনাস্থানে আসে বর্ধমান থানার পুলিশ। মদ কিনতে আসা বেশ কয়েকজনকে পুলিশ আটকও করে। যাদের আটক করা হয়, তাদের বক্তব্য, সন্ধের পর মদ দেওয়া হবে বলে বলা হয়েছিল। সে কারণেই তারা লাইন দিয়েছিল।

এদিকে ওই মদের দোকানের মালিকের বক্তব্য, মদের দোকান বন্ধই আছে। এত লোক কী করে আসল, কেন এসেছে তা বুঝতে পারছে না।

ABOUT THE AUTHOR

...view details