বর্ধমান, 22 এপ্রিল: লকডাউন উপেক্ষা করেই মদের দোকানে দীর্ঘ লাইন। বাইক ও প্রাইভেট গাড়ি নিয়ে একাধিক বহু মানষের ভিড়। একসঙ্গে এত মানুষের জমায়েত দেখে আতঙ্কিত হন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, প্রতিদিনই মদ কেনার জন্য এমন লাইন পড়ছে এই দোকানে। যদিও, এদিনের ঘটনা জানতে পেরে পুলিশ এসে ব্যবস্থা নেয়। সরিয়ে দেওয়া জমায়েত। গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।
কোরোনার প্রকোপে দেশজুড়ে লকডাউন চলছে। অত্যবশ্যকীয় পণ্য ছাড়া লকডাউনে বন্ধ সব দোকানপাট। কিন্তু বর্ধমানের মিরছোবা এলাকায় দেখা গেল অন্য চিত্র। স্থানীয়দের অভিযোগ, সব সময় খোলা না থাকলেও এই মদের দোকানটিতে রোজই এমন ভিড় হয়। মদের দোকানটি মিরছোবা এলাকারই এক প্রভাবশালীর।