পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাচায় স্ত্রীর দেহ তুলে রেখে তাঁকেই খুঁজতে বেরোল স্বামী ! - স্বামী

স্ত্রীকে খুন করে মাচায় দেহ তুলে রাখে স্বামী ৷ তারপর বাইকে করে তাঁকে খুঁজতে বেরোনোর নাটক করে ৷ পরে অবশ্য গোটা ঘটনাই জানাজানি হয়ে যায় ৷ পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কাই গ্রামের ঘটনায় চাঞ্চল্য ৷

wb_bwn_01_monteswar murder_7204528
মাচায় স্ত্রীর দেহ তুলে রেখে তাঁকেই খুঁজতে বেরোল স্বামী !

By

Published : Apr 30, 2021, 9:15 PM IST

মন্তেশ্বর, 30 এপ্রিল : স্ত্রীকে খুন করে বস্তায় দেহ পুরে গোয়ালঘরের মাচায় তুলে রাখে স্বামী ৷ আর তারপর বাইক নিয়ে সারাদিন স্ত্রীর খোঁজে বেরিয়ে পড়ে বাবু শেখ নামে ওই যুবক ৷ পরে শ্বশুরবাড়িতে জানায়, তার স্ত্রী ফুলকলি খাতুন অন্য ছেলের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছে ৷ পরে বাবু শেখের বাবা গ্রামবাসীর সামনে আসল ঘটনা বলে ফেলায় সব জানাজানি হয়ে যায় ৷ এরপর পুলিশে খবর দিলে তারা এসে ওই তরুণীর দেহ উদ্ধার করে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কাই গ্রামে ৷

নিহত ফুলকলি খাতুন ও তাঁর স্বামী (অভিযুক্ত) বাবু শেখ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুটেশন একাই গ্রাম এলাকার বাসিন্দা বাবু শেখের সঙ্গে বছর আঠারোর ফুলকলি খাতুনের বিয়ে হয়েছিল ৷ বিয়ের পর থেকে নিত্য অশান্তি চলত ৷ ফুলকলিকে মারধরও করা হত বলে অভিযোগ ৷ এদিকে, গত বুধবার বিকেল নাগাদ ফুলকলি লুকিয়ে তাঁর মাকে ফোন করেন ৷ মাকে জানান, রাতে ঘুমোতে যাওয়ার সময় ফের ফোন করবেন তিনি ৷ কিন্তু রাতে তাঁর মোবাইল সুইচড অফ হয়ে যায় ৷

এদিকে, বৃহস্পতিবার সকাল হতেই বাবু শেখ পাড়ায় বলতে শুরু করে, তার স্ত্রী অন্য কোনও ছেলের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে ৷ এরপর সে বাইক নিয়ে স্ত্রীকে খুঁজতে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে ৷ অন্যদিকে, মেয়ের বাড়ির লোকজন চার-পাঁচবার বাবু শেখের বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করেন ৷

আরও পড়ুন :করোনা সচেতনতায় রাস্তায় নামল রায়গঞ্জ থানার পুলিশ

পরে রাতের বেলা বাবু শেখের বাবা পাড়ার কয়েকজনকে জানান, তাঁরই ছেলে ও স্ত্রী মিলে বউমাকে খুন করে মাচায় তুলে রেখেছে ৷ সেই খবর ছড়িয়ে পড়তেই ফুলকলির বাড়ির লোকজন পুলিশে খবর দেন ৷ পুলিশ গিয়ে বাবু শেখের বাড়ির গোয়ালঘর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার করে।

ABOUT THE AUTHOR

...view details