কালনা, 29 মে: নিজের ছেলের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়িয়েছিলেন স্ত্রী ৷ এমনই সন্দেহের বশবর্তী হয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী ৷ মৃতের নাম ঠাকুরানী বাগ (42)। পূর্ব বর্ধমান জেলার কালনার তালপুকুর এলাকার ঘটনা। কালনা থানার পুলিশ অভিযুক্ত মদনকে আটক করেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কালনার তালপুকুর এলাকার বাসিন্দা মদন ও ঠাকুরানীর দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে মালদাতে একটা হোটেলে কাজ করেন। ছোট মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বেশ কিছুদিন ধরেই নিজের ছেলের সঙ্গে স্ত্রীর সম্পর্ক নিয়ে সন্দেহ করতে শুরু করেন মদন। ফলে শুরু হয় পারিবারিক অশান্তি। দিনকয়েক আগে তার ছেলে মালদা থেকে মামার বাড়িতে ফিরেছিল। মা ঠাকুরানী ছেলেকে দেখতে চাইলে বাধা দেন বাবা মদন বাগ ৷ ফলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। রবিবারও সারাদিন কমবেশি অশান্তি চলে। রাতে তারা একসঙ্গে খাওয়া-দাওয়াও করে। এরপর এক ঘরে দুই মেয়ে শুতে যায়। পাশের ঘরে তাঁর মা বাবা ঘুমাতে যায়। সোমবার সকালে ছোট মেয়ে ঘুম থেকে উঠে দেখে তার মায়ের ঘরে দরজা বন্ধ। দরজা ঠেলে দেখে মায়ের রক্তাক্ত দেহ পড়ে আছে মাটিতে। ঘরে বাবা নেই ৷ পরিবারের অভিযোগ, মদন তাঁর স্ত্রীকে খুন করে পালিয়েছে। কালনা থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে।