কেতুগ্রাম, 6 জুন :স্ত্রী পেয়েছেন সরকারি চাকরি, কিন্তু বেকার স্বামী কিছুতেই স্ত্রী'কে কাজ করতে দেবে না ৷ কারণ তিনি মনে করেন, স্ত্রী স্বাবলম্বী হলে তাকে ছেড়ে চলে যাবে (husband cuts wrist of his wife for getting government job in Ketugram) ৷ আর এই কারণেই স্ত্রী'কে রুখতে তাঁর ডান হাতের কব্জি কেটে দিল 'গুণধর' স্বামী । নৃশংস এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোজলসা গ্রামে । গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আহত রেণু খাতুন । অভিযুক্ত স্বামী শের মহম্মদ ও তার বাড়ির লোকজন ঘটনার পর থেকেই পলাতক ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেণু নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত । তিনি দুর্গাপুরের একটা বেসরকারি নার্সিংহোমে চাকরি করেন । সম্প্রতি তিনি সরকারি চাকরির পরীক্ষায় পাশ করেছেন । সেই কারণে সরকারি হাসপাতালে নার্স পদে যোগ দেওয়ার কথা । যেটা তাঁর স্বামী শের মহম্মদ শেখ কিছুতেই মেনে নিতে পারছিলেন না ।