কেতুগ্রাম, 7 জুন :স্ত্রী'র হাতের কবজি কেটে নেওয়ার পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল রেণুর স্বামী শের মহম্মদ। মঙ্গলবার বিকেলে রেণুর শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু শের মহম্মদ পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সে পুলিশের হাতে ধরা পড়ে (Husband cuts Wife Wrist Update)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রেণু খাতুন যখন ঘুমাচ্ছিলেন সেই সময় তাঁর স্বামী দু'জন বন্ধুকে নিয়ে এসে বালিশ দিয়ে তার মুখ চেপে ধরে। এরপর হাতুড়ি দিয়ে তাঁর ডান হাত থেঁতলে, টিন কাটার কাঁচি দিয়ে ওই হাতের কব্জি কাটা হয় বলে অভিযোগ । এরপর রক্তাক্ত অবস্থায় রেণুকে হাসপাতালে ভর্তি করা হয় ৷