পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফান ও লকডাউনে ক্ষতি প্রায় 300 কোটি টাকার ধান, মাথায় হাত পূর্ব বর্ধমানের চাষিদের - Farming of Bengal after amphan

লকডাউনে পূর্ব বর্ধমানে ক্ষতি হয়েছে ধানের। যার মূল্য প্রায় 300 কোটি টাকা। ঋণ নিয়েছেন অনেক চাষি, সেই ঋণের মূল্য চোকাবেন কীভাবে? এই পরিস্থিতিতে চাষিরা জানাচ্ছেন, ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যা করা ছাড়া উপায় নেই।

Bardhaman
বর্ধমান

By

Published : Jun 6, 2020, 2:15 PM IST

Updated : Jun 30, 2020, 4:25 PM IST

বর্ধমান, 6 জুন : কাটার পর মাঠেই স্তূপ করে রাখা ধান। আগে কাটা ধান ঘরে তুলতে না পারলে রাতের অন্ধকারে মাঠ ফাঁকা হয়ে যেত । এখন সেসবের বালাই নেই । কারণ এই ধান কেউ চুরি করবে না । ধানে ছোটো ছোটো কল বের হতে শুরু করেছে । ফলে ধান কাটার পর রাইস মিলে নিয়ে গেলেও মালিকরা ধান কিনতে চাইছেন না । এই ছবি পূর্ব বর্ধমানের গলসি, রায়না, খণ্ডঘোষ , আউশগ্রাম, মন্তেশ্বর সহ বিভিন্ন এলাকার । চাষিরা জানাচ্ছেন, ধানের প্রচুর ক্ষতি হয়েছে । সরকার যদি ক্ষতিপূরণ না দেয় সেক্ষেত্রে তাঁদের আত্মহত্যা করা ছাড়া কোনও উপায় থাকবে না । এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, লকডাউন ও আমফান মিলিয়ে ধানের যা ক্ষতি হয়েছে তার মূল্য প্রায় 300 কোটি টাকা।

লকডাউনে ধান কাটতে গিয়ে চরম সমস্যায় পড়েছিলেন পূর্ব বর্ধমান জেলার চাষিরা । প্রতি বছর ধান কাটার মরশুমে ভিন জেলা, ভিন রাজ্য থেকে শ্রমিকরা ধান কাটার কাজে জেলায় চলে আসেন । কিন্তু এবার সেই চেনা ছবি নেই। লকডাউনের জেরে যান চলাচল বন্ধ ছিল। আসতে পারেননি শ্রমিকরা । এই অবস্থায় হারভেস্টার মেশিন ভাড়া করে অনেকে ধান কেটেছেন । যেখানে ঘণ্টাপ্রতি ভাড়া গুনতে হয়েছে পাঁচ হাজার টাকা করে । ধান চাষিরা ঘণ্টাপ্রতি পাঁচ হাজার টাকার কথা ভাবতে পারেন কি ? অতি কষ্টে ধান কাটার কাজ শেষ করেছিলেন । কিন্তু ধান কাটার পর সেই ধান মাঠ থেকে তোলার আগেই আসে আমফান । ফলে, কেটে রাখা বেশিরভাগ ধান নষ্ট হয়ে যায় । শুধু তাই নয়, আমফানের পরেও পরপর বৃষ্টিপাতের জেরে ধানের জমিতে জল জমতে শুরু করে । সেই ধান চাষিরা ঘরে তুলতে পারেননি । যেটুকু ধান তাঁরা হাতে পেয়েছেন তাতে সাদা সাদা কল বেরোতে শুরু করেছে । ফলে রাইস মিলগুলি সেই ধান কিনতে চাইছে না । এদিকে চাষিদের মধ্যে কেউ ঋণ নিয়ে কিংবা সোনা বন্ধক রেখে ঋণ নিয়ে ধান চাষ করেছেন । ফলে, কীভাবে ঋণ শোধ করে সোনা বাড়িতে ফিরিয়ে আনবেন তা ভেবে পাচ্ছেন না ।

ধান কাটার সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । ভিন জেলা থেকে কিংবা জেলা থেকেই শ্রমিকরা যাতে ধান কাটতে আসতে পারেন তাই লকডাউনে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল । কিন্তু, ঘূর্ণিঝড় আমফানের আগে তাড়াতাড়ি ধান কাটার জন্য হারভেস্টার মেশিনের সাহায্যে চাষিরা ধান কাটতে শুরু করেন । বিঘা প্রতি ঘণ্টায় পাঁচ হাজার টাকা করে দিতে হয় চাষিদের । এদিকে ধান কাটার পর তা ঘরে তোলার আগে আমফানের জেরে বেশিরভাগ ধান জলের তলায় চলে যায় । সেখান থেকে ধান তোলার জন্য শ্রমিকদের বাড়তি মজুরি দিতে হয় । এর মধ্যে ঘন ঘন বৃষ্টিপাতের জেরে বাকি ধানও নষ্ট হয়ে যায় ।

আমফান ও লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত পূর্ব বর্ধমানের চাষিরা

জেলা প্রশাসন সূত্রে খবর , পূর্ব বর্ধমান জেলায় 42 হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে । ক্ষতির পরিমাণ প্রায় 300 কোটি টাকা । জেলার 23 টি ব্লকের মধ্যে 10টি ব্লকে বেশি ক্ষতি হয়েছে । এই বছরে জেলায় 1 লাখ 64 হাজার 205 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছিল । বেশিরভাগ জমির ধান কাটা হয়ে গিয়েছিল । বহু জায়গায় ধান কাটা অবস্থায় মাঠেই পড়ে ছিল । আমফানের দাপটে সেই ধান নষ্ট হয়ে যায় । বিভিন্ন এলাকায় চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়েছে । সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বর্ধমান 1 ও 2 , গলসি 1 ও 2, আউশগ্রাম 1 ও 2, কালনা 1 ব্লক, ভাতার , মঙ্গলকোট ও মন্তেশ্বর ব্লকে ।

গলসি এলাকার ধান চাষি ভরত মিত্র বলেন, "ঘূর্ণিঝড় আমফানের জেরে ও পরে বারবার বৃষ্টি হওয়ায় ধান নষ্ট হয়ে গেছে । সেই ধান ঘরে তোলা যাচ্ছে না । আর ওই ধান কেউ চুরিও করে নিয়ে যাবে না । অথচ ধান কাটতে বিঘা প্রতি ঘণ্টায় পাঁচ হাজার টাকা করে খরচ হয়েছে । ক্ষতিপূরণ না পেলে অবস্থা খারাপ হয়ে যাবে । "

চাষি শেখ গুলজার হোসেন বলেন, "কৃষিঋণ নিয়ে ধান চাষ করেছি । এছাড়া ঘরে থাকা সোনা বন্ধক রেখে 52 হাজার টাকা ধার নিয়েছি । এদিকে ঘণ্টায় পাঁচ হাজার টাকার মজুরিতে কাটা ধান নষ্ট হয়ে গেছে । এখন ধার শোধ করব নাকি সোনা ছাড়াব । ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যা করা ছাড়া কোনও উপায় থাকবে না ।"

পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শেখ মহম্মদ ইসমাইল বলেন, " চাষিদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়েছে । যেসব চাষি ক্ষতিপূরণ পাননি তাঁদের তালিকা নতুন করে তৈরি করা হচ্ছে । যাতে কেউ ক্ষতিপূরণ পাওয়া থেকে বাদ না যান সেইভাবেই কাজ করা হচ্ছে ।"

Last Updated : Jun 30, 2020, 4:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details