পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Heroin Seized in Purba Bardhaman : মুরগির খাবারের গাড়িতে 10 বছর ধরে চলত পাচার, চাঞ্চল্যকর তথ্য মাদককাণ্ডে - হেরোইন উদ্ধারের খবর

বর্ধমান মাদক পাচার কাণ্ডে এসটিএফের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য (Heroin Seized in Purba Bardhaman) ৷ বাবা ও ছেলে মিলে প্রায় দশ বছর ধরে শহরের বুকে এই কারবার চালিয়ে যাচ্ছিল । কীভাবে চলত এই কারবার ?

heroin seized in purba bardhaman
পূর্ব বর্ধমানে হেরোইন উদ্ধার

By

Published : Jan 11, 2022, 11:07 PM IST

বর্ধমান, 11 জানুয়ারি : বর্ধমানের পাল্লা থেকে মাদক পাচারের ঘটনায় ভিন রাজ্য থেকে গ্রেফতার হল আরও চার ৷ এর পাশাপাশি উঠে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷ মুরগির খাবারের গাড়িতে করে বর্ধমান থেকে চলত মাদক পাচার (Heroin Seized in Purba Bardhaman) ৷

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, তাঁদের তিনদিনের অভিযানে এই মাদক পাচারের (heroin seized news) ঘটনায় মোট ছয়জন গ্রেফতার হয়েছে । এদের মধ্যে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে দু'জন, ওড়িশা থেকে দু'জন ও মণিপুর থেকে দু'জনকে গ্রেফতার করা হয়েছে । হেরোইন তৈরির যাবতীয় উপকরণ ও কাঁচামাল মণিপুর থেকে সরবরাহ করা হত । যা দিয়ে বর্ধমানের (Purba Bardhaman news) বাড়িতে বসে হেরোইন তৈরি করতো বাবর ও তার ছেলে রাহুল । বাবাকে মাদক কারবারে সাহায্য করত ছেলে রাহুল । এমনকি রাহুল মুর্শিদাবাদের লালগোলা থেকে মাদক তৈরির প্রশিক্ষণও নিয়েছিল । এরপর বাবা ও ছেলে মিলে প্রায় দশ বছর ধরে শহরের বুকে এই কারবার চালিয়ে যাচ্ছিল । হেরোইন ও ব্রাউন সুগার তৈরি করার পরে তা দুর্গাপুর, আসানসোল, বীরভূম, মুর্শিদাবাদ-সহ অন্যান্য জেলায় পৌঁছে যেত ।

এসটিএফের ওই অপারেশনে মোট 13 কেজি হেরোইন উদ্ধার হয়েছে । যার বাজার মূল্য প্রায় 65 কোটি টাকা । এছাড়া বর্ধমানের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ 20 লক্ষ টাকা ।

মাদক পাচারে অভিযুক্ত বাবর মণ্ডলের স্ত্রীর বক্তব্য

খোদ শহর লাগোয়া এলাকায় বসে মাদক তৈরি ও পাচারের রমরমা কারবার চললেও জেলা পুলিশ কেন টের পেল না তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন । অথচ বাবর ও তার ছেলে রাহুল এলাকায় জানিয়েছিল তাদের পোলট্রি ফার্ম আছে । এছাড়া তারা জমি কেনাবেচার কারবার করে । তাই মুরগির খাবারের গাড়িতে করে বাক্স বন্দি কন্টেনার এলে ভাবত যে তাতে মুরগির ওষুধ ও খাবার জিনিসপত্র এসেছে । তাই তারা সন্দেহ করত না । পরে ওই বাড়িতে তা প্রক্রিয়াকরণ করার পরে ফের ছোট ছোট কন্টেনারে ভরে সিল করা হত । ওই সব সিল করা কৌটো রাখা থাকতো বিবেকানন্দ কলেজ মোড় এলাকায় থাকা তাদেরই আর একটা বাড়িতে ।

যদিও ওই বাড়িতে কোনওদিন যাননি বলে দাবি করেছেন মাদক পাচারে অভিযুক্ত বাবর মণ্ডলের স্ত্রী সাবিনা মণ্ডল । তিনি বলেন, "ওই বাড়িতে আমাকে কোনও দিন ঢুকতে দেয়নি আমার স্বামী । তাই আমি কোনওদিন যাইনি । তাছাড়া আমি কোনওদিন ওই বাড়িতে যাওয়ার ব্যাপারে কিছু জানতেও চাইনি । তাই ওই বাড়িতে কী রাখা হতো তা আমার পক্ষে জানা সম্ভব ছিল না । এই বাড়িতেও যে ঘরে জিনিসপত্র রাখা থাকত সেই ঘরও সবসময় তালা দেওয়া থাকত ৷ কাউকে ঢুকতে দিত না ৷

আরও পড়ুন :Heroin Seized in Purba Bardhaman : বর্ধমান থেকে বাজেয়াপ্ত 65 কোটির হেরোইন, গ্রেফতার বাবা-ছেলে

ABOUT THE AUTHOR

...view details