কালনা, 23 ডিসেম্বর : দেড় বছরের শিশু সহ এক ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের কালনার বুলবুলিতলা ফাঁড়ির ময়নাগুড়ি মাতিস্বর এলাকার ঘটনা। মৃত ওই শিশুর নাম জয় কিসকু ও ব্যক্তির নাম গোবিন্দ মান্ডি । ওই ব্যক্তি ও শিশুকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে গোবিন্দ মান্ডির বাড়ির উঠোন থেকে শিশু সহ ওই গোবিন্দর মুন্ডুহীন দেহ উদ্ধার হয়। মৃত ওই শিশুটির সম্পর্কে পিসতুতো কাকা হন ওই ব্যক্তি ৷ স্থানীয় বাসিন্দাদের বিষয়টি প্রথম নজরে আসে ৷ খবর দেওয়া হয় বুলবুলিতলা ফাঁড়িতে ।
উঠোন থেকে শিশু সহ ব্যক্তির মুন্ডুহীন দেহ উদ্ধার, চাঞ্চল্য কালনায় - শিশু সহ ব্যক্তির মুন্ডুহীন দেহ উদ্ধার
আজ সকালে গোবিন্দ মান্ডির বাড়ির উঠোন থেকে শিশু সহ গোবিন্দর মুন্ডুহীন দেহ উদ্ধার হয়।
![উঠোন থেকে শিশু সহ ব্যক্তির মুন্ডুহীন দেহ উদ্ধার, চাঞ্চল্য কালনায় কালনা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9980404-thumbnail-3x2-a.jpg)
কালনা
ঘটনাস্থানে গিয়ে দেহ দুটি উদ্ধার করেছে পুলিশ ৷ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ তবে, কি কারণে এই খুন তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ।