পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রশ্ন বিভ্রাটের জের, সরতে হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রধানকে - Question Paper Leaked

স্নাতকোত্তরস্তরের পরীক্ষায় প্রশ্ন বিভ্রাটের জেরে সরতে হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রধানকে?

বর্ধমান বিশ্ববিদ্যালয়

By

Published : Mar 20, 2019, 11:32 PM IST

বর্ধমান, ২০ মার্চ : স্নাতকোত্তরস্তরের পরীক্ষায় প্রশ্ন বিভ্রাট। তার জেরে দায়িত্ব পাওয়ার পাঁচ মাসের মধ্যে সঙ্গীতা সান্যালকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হল। মলয় রক্ষিতকে বাংলা বিভাগের দায়িত্বে আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জেল হোসেন বলেন, "প্রশ্ন সংক্রান্ত গোলযোগের কারণে বাংলা বিভাগের প্রধানের পদ থেকে সঙ্গীতা সান্যালকে সরিয়ে দেওয়া হয়েছে। EC-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সাধারণত দু'বছরের জন্য বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু, স্নাতকোত্তরস্তরের পরীক্ষায় ২০১ নম্বর ও ২০২ নম্বর প্রশ্নপত্রে ছাপা সংক্রান্ত কিছু বিভ্রাট হয়েছিল। তার জেরে পরীক্ষাকেন্দ্রে ২০১ নম্বর প্রশ্নপত্রের সঙ্গে ২০২ নম্বর প্রশ্নপত্রও চলে আসে। পরীক্ষার্থীদের প্রশ্ন দেওয়ার আগেই বিষয়টি এক অধ্যাপকের নজরে আসে। তিনি তৎক্ষণাৎ বাংলার বিভাগের প্রধানের সঙ্গে যোগাযোগ করেন। ৩০ মিনিটের মধ্যে ফের পরীক্ষা শুরু করা হয়েছিল। কিন্তু, একাধিক মহল থেকে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। তারপর আজ আচমকা বাংলা বিভাগের প্রধানকে সরিয়ে দেওয়া হয়।

তবে একটি মহলের বক্তব্য, পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়নি। তাই প্রশ্নফাঁসের কোনও সম্ভাবনাই নেই। তাদের দাবি, বিভাগীয় প্রধানকে বদলির পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। বিষয়টি নিয়ে সঙ্গীতা সান্যালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তিনি বলেন, "এটি বিশ্ববিদ্যালয়ের বিষয়। তাই এই বিষয়ে কিছু বলব না।"

ABOUT THE AUTHOR

...view details