রায়না , 1 মার্চ :গাছে ঝুলন্ত অবস্থায় পুরুষ ও মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রায়নায় । রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার শুকুর গ্রামে । খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় রায়না থানার পুলিশ । তারপর গাছ থেকে দুজনের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করে । পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সোমনাথ মালিক (32) ও মহিলার নাম গঙ্গা রুইদাস (28) । পেশায় গাড়ি ড্রাইভার সোমনাথের বাড়ি শুকুর গ্রামে । গঙ্গা রুইদাসের শ্বশুরবাড়ি বলিয়ারপুরে । কিন্তু তিনি শুকুর গ্রামে বাপের বাড়িতেই থাকতেন ।
গ্রামবাসীরা জানিয়েছেন, ওই দুজনের মধ্যে প্রণয় ঘটিত সম্পর্ক গড়ে উঠেছিল । দুজনেই বিবাহিত । গতকাল বিকালের দিকে রায়নায় তাঁরা মেলা দেখতে বেরিয়ে যান । রাতে আর বাড়ি ফেরেনি । এদিন সকালে একটা গাছে তাঁদের দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।