কালনা, 10 অগস্ট: চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা একটা মঠ । নাম জ্ঞানানন্দ মঠ । পূর্ব বর্ধমানের কালনা শহরের এই মঠকে বাইরে থেকে আপাতদৃষ্টিতে দেখলে সাধারণ বলে মনে হবে । কিন্তু এই মঠ স্বাধীনতা সংগ্রামের সাক্ষী ৷ এক সময় এই মঠই ছিল বিপ্লবীদের গোপন আস্তানা ৷ এখান থেকেই চলতো তাঁদের শলা-পরামর্শ । এখানে যাতায়াত ছিল নেতাজি থেকে মাস্টারদা সূর্য সেনেরও ।
এই মঠ তৈরি করেছিলেন স্বামী নিত্য গৌরবানন্দ অবধূত মহারাজ ৷ বর্তমানে আশ্রমের মহারাজ নিত্য প্রেমানন্দ অবধূত বলেন, ‘‘1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার সহযোগী ছিলেন উপেন্দ্রনাথ পাল ৷ যিনি পরবর্তীকালে গৌরবানন্দ অবধূত মহারাজ হিসেবে পরিচিত হন ।’’ তিনি কালনা শহরে গড়ে তোলেন জ্ঞানানন্দ মঠ ।
উপেন্দ্রনাথ পাল থেকে স্বামী নিত্য গৌরবানন্দ অবধূত মহারাজ: 1889 সালে বাংলাদের বরিশালে জন্ম উপেন্দ্রনাথ পালের । বরিশালে স্কুল জীবন শেষ করে তিনি কলকাতার একটা কলেজে ভরতি হন । মাত্র 20 বছর বয়সে উপেন্দ্রনাথ পাল উচ্চশিক্ষার জন্য কলকাতায় এসেছিলেন । সেখানে তিনি ছিলেন অ্যাকাউন্টান্সির ছাত্র ।
যেহেতু তাঁর জন্ম হয়েছিল পূর্ববঙ্গের বরিশাল জেলায়, তাই তাঁর সঙ্গে প্রথম থেকেই যোগাযোগ ছিল মাস্টারদা সূর্য সেনের । মাস্টারদার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার সহযোগী হিসেবে অংশ নেন । তাই কলকাতায় এসেও দেশসেবা করার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন । পরে বিপ্লবী চিন্তাহরণ মুখোপাধ্যায়, শরৎ পালেদের মাধ্যমে হুগলির চক বাজারে নিত্যানন্দ মঠে যান । সেখানে স্বামী নিত্যগোপাল মহারাজের হাত ধরে সন্ন্যাস গ্রহণ করেন । উপেন্দ্রনাথ পাল হয়ে ওঠেন স্বামী নিত্যানন্দ অবধূত মহারাজ ।
আরও পড়ুন:মাস্টারদা'র সহযোগী অনুরূপ চন্দ্র সেনকে ভুলতে বসেছে বুড়ুল গ্রাম
কীভাবে জ্ঞানানন্দ মঠ গড়ে উঠল: স্বামী নিত্য গৌরবানন্দ অবধূত মহারাজের অন্যতম শিষ্যা ছিলেন সুশীলাদেবী । সেই সুশীলাদেবীর অনুরোধে কালনায় আসেন বিপ্লবী উপেন্দ্রনাথ । কালনা তখন ঘন জঙ্গলে ঘেরা । সুশীলাদেবী তাঁকে আশ্রম তৈরির জন্য কালনায় একটা জায়গা দান করেন । গড়ে ওঠে জ্ঞানানন্দ মঠ । সেই মঠ থেকেই চলতে থাকে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ ।
যে মঠ হয়ে উঠেছিল বিপ্লবীদের গোপন আস্তানা । সেই মঠে আসতেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মাস্টারদা সূর্য সেন-সহ আরও অনেকে । সেই মঠে আজও রয়েছে সুভাষচন্দ্রের ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র । যা যত্নের সঙ্গে রক্ষা করছেন আশ্রমের মহারাজেরা ।