কালনা, 10 অক্টোবর : বাড়ির অমতে বিয়ে করেছিল ছেলে ৷ বউমা ও নাতনি দুজনেই ছিল ভীষণ অপছন্দের ৷ সেই রাগ থেকে দু'বছরের নাতনিকে খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে ৷ ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা শহরের 12 নম্বর ওয়ার্ডের ৷
জানা গেছে, শুক্রবার সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন শিশুটির মা পুষ্প মহেলি ৷ দুপুর নাগাদ বাড়ি ফিরে দেখেন, তাঁর শিশুকন্যা মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে ৷ মহিলার সন্দেহ, তাঁর শ্বশুর রাগের বশে শিশুটিকে খুন করেছে ৷ জানা গেছে, বাড়ির অমতে পুষ্প মহেলিকে বিয়ে করেছিলেন কালনা শহরের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল মহেলি । বিষয়টি সুনীলের বাবা আবসার মহেলি মেনে নিতে পারেনি । বিয়ের পর থেকেই বউমা পুষ্প মহেলির উপরে শ্বশুরবাড়ির লোকেরা নানাভাবে অত্যাচার করত । এরই মধ্যে ওই দম্পতির একটি কন্যাসন্তানের জন্ম হয় ।