পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 বছরের নাতনিকে খুনের অভিযোগ দাদুর বিরুদ্ধে - কালনা খুন

সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন শিশুটির মা পুষ্প মহেলি ৷ দুপুর নাগাদ বাড়ি ফিরে শিশুকন্যাকে মৃত অবস্থায় দেখেন তিনি ৷

দু'বছরের নাতনিকে খুনের অভিযোগ দাদুর বিরুদ্ধে
দু'বছরের নাতনিকে খুনের অভিযোগ দাদুর বিরুদ্ধে

By

Published : Oct 10, 2020, 12:28 PM IST

Updated : Oct 10, 2020, 12:51 PM IST

কালনা, 10 অক্টোবর : বাড়ির অমতে বিয়ে করেছিল ছেলে ৷ বউমা ও নাতনি দুজনেই ছিল ভীষণ অপছন্দের ৷ সেই রাগ থেকে দু'বছরের নাতনিকে খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে ৷ ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা শহরের 12 নম্বর ওয়ার্ডের ৷

জানা গেছে, শুক্রবার সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন শিশুটির মা পুষ্প মহেলি ৷ দুপুর নাগাদ বাড়ি ফিরে দেখেন, তাঁর শিশুকন্যা মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে ৷ মহিলার সন্দেহ, তাঁর শ্বশুর রাগের বশে শিশুটিকে খুন করেছে ৷ জানা গেছে, বাড়ির অমতে পুষ্প মহেলিকে বিয়ে করেছিলেন কালনা শহরের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল মহেলি । বিষয়টি সুনীলের বাবা আবসার মহেলি মেনে নিতে পারেনি । বিয়ের পর থেকেই বউমা পুষ্প মহেলির উপরে শ্বশুরবাড়ির লোকেরা নানাভাবে অত্যাচার করত । এরই মধ্যে ওই দম্পতির একটি কন্যাসন্তানের জন্ম হয় ।

মৃত শিশুর মায়ের অভিযোগ, "সুনীলের বাবা-মা কোনওদিন মেয়েটিকে আদর পর্যন্ত করেনি । কিছুদিন আগে আমি যখন বাড়িতে ছিলাম না সেই সময় শ্বশুর ঘরে ঢুকে মেয়ের গলা টেপার চেষ্টা করছিল ৷ আমি এসে পড়ায় পালিয়ে যায় ৷" তিনি আরও বলেন, "শুক্রবার সকাল থেকে আমি বাইরে ছিলাম । দুপুর নাগাদ যখন ঘরে আসি তখন বাচ্চাটিকে ভাত খাওয়াবে কি না জিজ্ঞাসা করে শাশুড়ি ৷ তখনই আমার সন্দেহ হয় ৷ বাচ্চাটাকে ঘুম থেকে তুলতে গিয়ে দেখি মুখে রক্ত লেগে আছে । আমার শ্বশুর খুন করেছে বলে মনে হচ্ছে ।"

মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । তবে এখনও শিশুটির পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷

Last Updated : Oct 10, 2020, 12:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details