পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DA Protest: ডিএ বঞ্চনার প্রতিবাদে বিভিন্ন জেলাতেও পথে নামল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন - জেলাশাসক

রাজ্যের আমলা থেকে বিডিও সকলেই কেন্দ্রীয় ফোরাম অনুযায়ী ডিএ পাচ্ছেন অথচ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে না রাজ্য সরকার (WB Govt) ৷ এই প্রতিবাদে সরব হল 24টি সংগঠনের যৌথ মঞ্চ (Govt Employee Protest)।

DA Protest
পথে নামল 24টি সংগঠনের যৌথ মঞ্চ

By

Published : Nov 11, 2022, 7:46 PM IST

বর্ধমান, 11 নভেম্বর: শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসকের (DM) দফতরের সামনে 24টি সংগঠনের যৌথ মঞ্চ অবস্থান বিক্ষোভ করে। রাজ্যের আমলা থেকে বিডিও সকলেই কেন্দ্রীয় ফোরাম অনুযায়ী ডিএ পাচ্ছেন অথচ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে না রাজ্য সরকার ৷ তাই ডিএ দিতে হবে ৷ এই দাবিতে শুক্রবার পথে নেমেছে তারা (DA Protest) ৷

বিক্ষোভের পর এদিন জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয়েছে, কেন্দ্রীয় ফোরাম অনুযায়ী ডিএ পাচ্ছে না রাজ্য সরকারের কর্মচারীরা। এই তালিকায় রয়েছে চিকিৎসক, নার্স, শিক্ষক ও অশিক্ষক-সহ বেশ কিছু সরকারি দফতরের কর্মচারীরা। অথচ তারা নিরলস পরিশ্রম করে সরকারের কাজে সাহায্য করছে।

রাজ্যের আমলা থেকে বিডিও সকলেই কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন। এই বিমাতৃসুলভ আচরণ কেন এদিন এমন প্রশ্ন তোলেন তারা । প্রতিবাদে রাজ্যজুড়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আগামী 19 নভেম্বর তারা উত্তরকন্যা অভিযান ও জানুয়ারি মাসে লাগাতার কর্মবিরতি পালন করার হুঁশিয়ারি দেন (Govt Employee Protest)।

আরও পড়ুন:বকেয়া ডিএ প্রদান ও শিক্ষাক্ষেত্রে স্বচ্ছ নিয়োগের দাবিতে পথে নামল 25 সংগঠন

সংগঠনের সম্পাদক কৌশিক পণ্ডিত বলেন, "সমস্ত রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ মিটিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে এই ডিএ দেওয়া হচ্ছে না। বঞ্চনার শীর্ষে পৌঁছেছে এই রাজ্য। আমাদের সরকারি কর্মচারীদের ডাক্তার, নার্স, আইনজীবী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের 35 শতাংশ ডিএ আমাদের বাকি রয়েছে। আমাদের রাজ্যে 24টি সংগঠন আছে। সেখানে চিকিৎসক, নার্স, শিক্ষক ও অশিক্ষক কর্মচারী-সহ অনেকেই রয়েছেন। সবাইকে মিলে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করেছি।"

ডিএ নিয়ে রাজ্যের বঞ্চনা কেন ? প্রশ্ন তুলে পথে নামল 24টি সংগঠনের যৌথ মঞ্চ

তিনি আরও বলেন, "এই সংগ্রামী যৌথ মঞ্চের মূলত দু'টো দাবি আছে। প্রথমত ডিএ নিয়ম মেনে নিতে হবে ৷ দ্বিতীয়ত, দুর্নীতিহীনভাবে নিয়োগ করতে হবে। রাজ্যের সমস্ত জেলায় আমাদের এই কর্মসূচি চলছে। আগামী 19 নভেম্বর উত্তরকন্যা অভিযান ও জানুয়ারি মাসে লাগাতার গণছুটি ও কর্মবিরতির ডাক দিতে চলেছি। আমাদের আজকের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাই, আপনাদের ছেলে-মেয়েরাও নিয়োগ পাচ্ছেন না। তাঁরা রাস্তায় বসে আছে। পুলিশ মেরে তুলে দিচ্ছে।

আরও পড়ুন:WB DA Issue: 'খেলা-মেলা আছে, ডিএ নেই', মহার্ঘ ভাতা প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধীদের

এর পাশাপাশি তিনি আরও বলেন, ফাঁকা খাতা জমা দিয়ে কেউ কেউ চাকরি পাচ্ছেন অথচ যারা সঠিকভাবে পাশ করেছেন তাঁরা নিয়োগ পাচ্ছেন না। তাঁদের দাবিতেও আমরা লড়াই করছি। আমাদের রাজ্যের আমলা থেকে বিডিও প্রত্যেকেই কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন অথচ আমাদের মতো সরকারি কর্মচারীরা 35 শতাংশ ডিএ থেকে বঞ্চিত হচ্ছি। আমরা সরকারের সমস্ত কাজে সহযোগিতা করছি অথচ সরকার কর্মচারীদের বঞ্চনা করছেন। প্রতিবাদে আমাদের আন্দোলন শুরু হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details