পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid Wedding Postponement : করোনা রিপোর্ট পজিটিভ, ভাতারে বন্ধ তরুণীর বিয়ে - Girls Wedding Postponed due to covid 19 positive report

রবিবার মেয়ের বিয়ে । বাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ এরই মধ্যে জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছেন পাত্রী । এরপরেই সেই বিয়ে আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন বিডিও ।

Covid Wedding Postponement
করোনা রিপোর্ট পজিটিভ, ভাতারে পণ্ড তরুণীর বিয়ে

By

Published : Nov 20, 2021, 5:11 PM IST

ভাতার, 20 নভেম্বর : রবিবার মেয়ের বিয়ে । সেই মতো সমস্ত আয়োজনও প্রায় সারা হয়ে গিয়েছে । বাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ এরই মধ্যে জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছেন পাত্রী । সেই খবর পাওয়ার পরেই প্রশাসনের তরফ থেকে নির্দেশ এল বিয়ে বন্ধ রেখে পিছিয়ে দেওয়ার ৷ আর তাতেই মাথায় হাত পাত্রীপক্ষের ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড়বেলুন এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার বড়বেলুন এলাকার ওই তরুণীর বিয়ে । সেই মতোই বাজার-হাট, প্যান্ডেল-সহ যাবতীয় প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে । দুটো ভ্যাকসিন নেওয়ার পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন ওই তরুণী ৷ ফলে কোভিডজনিত আশঙ্কার কথা ভাবেননি বাড়ির কেউই ৷ দিন দু‘য়েক আগে ওই তরুণী বর্ধমান ডেন্টাল কলেজ হাসপাতাল দাঁতের চিকিৎসার জন্য যায় । সেখানে তাঁকে বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে বলা হয় । পজিটিভ আসায় সেই রিপোর্টটি ভাতারের বিডিও ও বিএমওএইচকে জানিয়ে দেওয়া হয় । এরপরেই সেই বিয়ে আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন বিডিও ।

আরও পড়ুন : New Born Baby Died : দাবি মতো টাকা না মেলায় আটকে রাখার অভিযোগ, বৃহন্নলার কোলে মৃত্যু সদ্যোজাতর

পাত্রীর পরিবারের দাবি, যেহেতু ওই তরুণীর দুটো ভ্যাকসিন নেওয়া আছে তাই অনেকেই পরামর্শ দিয়েছিল বিয়েতে কোনও অসুবিধা হবে না । তাই তাঁরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন । কিন্তু প্রশাসন থেকে বাড়িতে এসে বারণ করে যাওয়ায় আপাতত রবিবার বিয়ে বন্ধ রাখছেন ।

ভাতারের বিডিও অরুণকুমার বিশ্বাস বলেন, ‘‘ওই পাত্রীর করোনা পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে । তাই তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বিয়ে পিছিয়ে দিতে বলা হয়েছে । না হলে দুই পরিবারের অনেক মানুষ করোনা আক্রান্ত হতে পারতেন । ওই পরিবারও বিষয়টি মেনে নিয়ে বিয়ে বন্ধ রাখবে বলে জানিয়েছে ।’’

ABOUT THE AUTHOR

...view details