ভাতার, 20 নভেম্বর : রবিবার মেয়ের বিয়ে । সেই মতো সমস্ত আয়োজনও প্রায় সারা হয়ে গিয়েছে । বাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ এরই মধ্যে জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছেন পাত্রী । সেই খবর পাওয়ার পরেই প্রশাসনের তরফ থেকে নির্দেশ এল বিয়ে বন্ধ রেখে পিছিয়ে দেওয়ার ৷ আর তাতেই মাথায় হাত পাত্রীপক্ষের ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড়বেলুন এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার বড়বেলুন এলাকার ওই তরুণীর বিয়ে । সেই মতোই বাজার-হাট, প্যান্ডেল-সহ যাবতীয় প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে । দুটো ভ্যাকসিন নেওয়ার পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন ওই তরুণী ৷ ফলে কোভিডজনিত আশঙ্কার কথা ভাবেননি বাড়ির কেউই ৷ দিন দু‘য়েক আগে ওই তরুণী বর্ধমান ডেন্টাল কলেজ হাসপাতাল দাঁতের চিকিৎসার জন্য যায় । সেখানে তাঁকে বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে বলা হয় । পজিটিভ আসায় সেই রিপোর্টটি ভাতারের বিডিও ও বিএমওএইচকে জানিয়ে দেওয়া হয় । এরপরেই সেই বিয়ে আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন বিডিও ।
আরও পড়ুন : New Born Baby Died : দাবি মতো টাকা না মেলায় আটকে রাখার অভিযোগ, বৃহন্নলার কোলে মৃত্যু সদ্যোজাতর