পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্তাক্ত অবস্থায় উদ্ধার কিশোরী, ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ - recovered

ওই কিশোরীর মা পরিচারিকার কাজ করে । গতকাল সন্ধে নাগাদ তিনি কাজে বেরিয়েছিলেন । স্কুল ছুটি থাকায় কিশোরী একা বাড়িতে ছিল ।

রক্তাক্ত অবস্থায় উদ্ধার কিশোরী

By

Published : May 31, 2019, 3:17 PM IST

কালনা, 31 মে : গলায় গামছার ফাঁস । শরীরে একাধিক আঘাতের চিহ্ন । কাজ থেকে বাড়ি ফিরে এই অবস্থায় কিশোরীকে দেখলেন মা । ঘটনাটি কালনার সিঙ্গেরকোন গ্রামের । গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে ভরতি করা হয় কালনা মহকুমা হাসপাতালে ।

ওই কিশোরীর মা পরিচারিকার কাজ করেন । গতকাল সন্ধে নাগাদ তিনি কাজে বেরিয়েছিলেন । স্কুল ছুটি থাকায় ক্লাস টেনের ওই ছাত্রী একা বাড়িতে ছিল । বাড়ি ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন তিনি । এরপর স্থানীয়রা এসে কিশোরীকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে তাকে বর্ধমান কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ।

পরিবারের অভিযোগ, কিশোরীকে ধর্ষণ করে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করা হয় । পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । কে বা কারা এই ঘটনায় জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details