বর্ধমান, 4 মার্চ : পটনায় হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল যুবতির । নাম ডলি কর্মকার(19) । মৃত ওই যুবতি বর্ধমানের বাসিন্দা বলে খবর । আজ অ্যাম্বুলেন্সে করে তাঁকে বর্ধমানে নিয়ে আসা হয় ।
হুগলির শ্রীরামপুরে একটি শপিং মলে কাজ করতেন ডলি ও তাঁর দিদি মলি । জানা গেছে, একটি যুবকের সঙ্গে দেখা করতে তাঁরা দু'দিনের জন্য বিহারের পটনায় যান । সেখানে একটি হোটেলে ওঠেন । মলি জানান, হোটেলে পৌঁছানোর পর ডলিকে ফোন করে ওই যুবক । তারপর ফোনেই কথা কাটাকাটি শুরু হয় দু'জনের । সেইসময় ফোনে কথা বলতে বলতে হোটেলের ঘর থেকে বেরিয়ে যান ডলি । পরে হোটেলের কর্মীরা এসে মলিকে জানায়, ছাদ থেকে পড়ে গেছেন ডলি । মলি গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ডলি ।