বর্ধমান, 27 জানুয়ারি: সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে ভ্যালেন্টাইনস ডে । আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিক ছাত্রছাত্রীরা এই দিনটার জন্য বছরভর অপেক্ষা করে থাকে । কারণ রাজ্যের মধ্যে একমাত্র এই বিশ্ববিদ্যালয়েই সরস্বতী পুজোকে কেন্দ্র করে চলে বিয়ে বাড়ির মত তত্ত্ব আদান প্রদান (Saraswati Puja at Burdwan University) তাতে থাকে চকোলেট, চিপস, ফুল, বিভিন্ন রকমের মিষ্টি ৷
Saraswati Puja in BU Hostel: তত্ত্বের আড়ালে হারায় মন, সম্প্রীতির বন্ধনে বাঁধা পড়ে ছাত্রছাত্রী নিবাস - Saraswati Puja at Burdwan University
ঢাকের আওয়াজ ৷ সঙ্গে একঝাঁক সুন্দরী সেজে গুজে চলেছে ৷ একঝলক দেখে মনে হতেই পারে বিয়ে বাড়ি ৷ তবে না, এটাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সরস্বতী পুজোর ঐতিহ্য (Saraswati Puja at Burdwan University Hostel Campus)৷
গোলাপবাগে বর্ধমান বিশ্ববিদ্যালয় (Burdwan University Golapbag Campus) সংলগ্ন ক্যাম্পাসে রয়েছে একাধিক ছাত্র ও ছাত্রীনিবাস । এর মধ্যে তারাবাগ ক্যাম্পাসে রয়েছে ছ'টি ছাত্রী নিবাস । তবে সারা বছর ছেলেদের হস্টেলে যাতায়াত করার সুযোগ থাকলেও মেয়েদের হস্টেলে তা থাকে না ৷ শুধুমাত্র সরস্বতী পুজোর পরের দিন মেয়েদের হস্টেলে ঠাকুর দেখা ও তত্ত্ব নিয়ে যাওয়ার অনুমতি পায় ছেলেরা ৷ এই তত্ত্ব একদিকে যেমন মেয়েরা ছেলেদের হস্টেলে নিয়ে যায় তেমনি ছেলেরাও মেয়েদের হস্টেলে আসে ৷ রীতিমতো ঢাক বাজিয়ে ট্রে-তে তত্ত্ব যায় একের পর এক হস্টেলে ৷ এরপর সেখানে খাওয়া দাওয়া সেরে আবার অন্য হস্টেলে যাওয়া ৷ এভাবেই সরস্বতী পুজোর দ্বিতীয় দিন কাটে আবাসিক ছাত্র ও ছাত্রীদের ৷
আরও পড়ুন :বাগদেবীর আরাধনায় চমক দিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস