পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমান স্টেশনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় ঠিকাদার সংস্থাকে শুধুমাত্র জরিমানা, প্রশ্নে রেল - বর্ধমান স্টেশনের খবর

র্ধমান স্টেশন ভেঙে পড়ার পর দুমাসেরও কম সময়ে শেষ হল পুনর্নির্মাণের কাজ ৷ আজ তা পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনিত শর্মাসহ রেলের আধিকারিকরা বর্ধমান স্টেশন ঘুরে দেখলেন ৷

General manager of eastern railway visits Bardhaman rly station
বর্ধমান স্টেশন পরিদর্শনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

By

Published : Mar 4, 2020, 9:46 PM IST

বর্ধমান, 4 মার্চ : দু'মাসেরও কম সময়ে বর্ধমান স্টেশনের নির্মাণকাজ শেষ হওয়ার পর আজ পরিদর্শনে আসেন পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার সুনিত শর্মা । সঙ্গে ছিলেন পূর্ব রেলের ডিভিশনাল ম্যানেজার ঈশা খান ৷ স্টেশন চত্বর এলাকা ঘুরে দেখার পাশাপাশি পরিষেবা নিয়ে যাত্রীদের সঙ্গে কথাও বলেন ।

এত তাড়াতাড়ি স্টেশনের নির্মাণকাজ শেষ হওয়ায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে ৷ জবাবে জেনেরাল ম্যানেজার সুনিত শর্মা বলেন, ‘‘নতুনভাবে আরও উন্নত প্রযুক্তিতে বর্ধমান স্টেশন সাজিয়ে তোলা হয়েছে । নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । স্টেশনের একাংশ ভেঙে পড়ায় যাদের গাফিলতি ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ যাতে এমন ঘটনা দ্বিতীয়বার না ঘটে ৷’’ তিনি আরও জানান, বর্ধমান স্টেশন আরও কিছু সংস্কারের কাজ চলছে । ফ্রেড করিডোরের জন্য আরও কিছু ভবন সরানো হতে পারে । ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত যাবে এই পণ্য পরিবহন লাইন ।

বর্ধমান স্টেশন পরিদর্শনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

পরিষেবা দিতে রেলে যাঁরা কাজ করেন, তাদেঁর আরও সুযোগ-সুবিধার দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানান সুনিত শর্মা । তবে বর্ধমান স্টেশন ভেঙে পড়ার ঘটনায় ঠিকাদার সংস্থাকে কালো তালিকাভুক্ত না করে শুধুমাত্র জরিমানা করেছে রেল । ওই ঠিকাদারি সংস্থাকে শুধুমাত্র আট লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে ৷ যা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ।

ABOUT THE AUTHOR

...view details