বর্ধমান , 9 মে : বর্ধমানের কোরোনা হাসপাতালে ফের মৃত্যু । এবার সেখানে চার রোগীর মৃত্যু হল ৷ তাঁদের লালারসের নমুনা পরীক্ষার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ শনিবার নতুন করে কোরোনা হাসপাতালে 38 জনকে ভরতি করা হয়েছে ।
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে , গত 24 ঘণ্টায় বর্ধমানের কোরোনা হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে । আজ নতুন করে গাংপুরের কোরোনা হাসপাতালে 38 জনকে ভরতি করা হয়েছে । সব মিলিয়ে কোরোনা হাসপাতালে এখন মোট 71 জন রোগী ভরতি আছেন ।
বর্ধমানের কোরোনা হাসপাতালে মৃত্যু 4 রোগীর - কোরোনাভাইরাস খবর
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে , গত 24 ঘণ্টায় বর্ধমানের কোরোনা হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে । আজ নতুন করে গাংপুরের কোরোনা হাসপাতালে 38 জনকে ভরতি করা হয়েছে ।
ছয় জন সুস্থ হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে । নয় জনকে CCU ইউনিটে রাখা হয়েছে । 11 জনকে অক্সিজেন দিতে হচ্ছে । একজনকে রাখা হয়েছে ভেন্টিলেটরে ।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে , গতকাল মোট 104 জনের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছে । এরমধ্যে 100 টি নমুনা পরীক্ষা করা হচ্ছে কলকাতার RG কর হাসপাতালে এবং চারজনের নমুনা পরীক্ষা করা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । তবে গত দু'দিন কোরোনা হাসপাতালে কেউ মারা না যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর । এরপর হঠাৎ করে চারজনের মৃত্যু হওয়ায় চিন্তা বেড়েছে স্বাস্থ্য দপ্তরের ।