পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident in Burdwan : দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে মাতৃহারা চার শিশু, মৃত টোটোচালকও - Road Accident in Burdwan

বর্ধমানের পালিতপুর এলাকার একই পরিবারের চার সদস্যের ডাম্পারের ধাক্কায় মৃত্যুতে মাতৃহারা চার শিশু (Road Accident in Burdwan)। সংসার চালানো নিয়ে চিন্তায় পরিবার ৷

Road Accident in Burdwan
বর্ধমানের পালিতপুর এলাকায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু

By

Published : Apr 5, 2022, 11:38 AM IST

বর্ধমান, 5 এপ্রিল: অন্যান্য দিনের মতো ভোর হতেই মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন চার মহিলা। একটা ডাম্পারের ধাক্কায় পরিবারের চারজন শেষ হয়ে গেল(Road Accident in Burdwan)। মাতৃহারা হয়ে পড়ল চার শিশু। তাদের ভবিষ্যৎ কী হবে আত্মীয় পরিজন সহ গ্রামবাসীরা। দুর্ঘটনায় মারা গিয়েছেন টোটোচালকও ৷

গঙ্গা সাঁতরা(65), সরস্বতী সাঁতরা(59), সীমা সাঁতরা(40),মামণি সাঁতরা(32) সকলেই একই পরিবারের সদস্য। তাঁদের বাড়ি বর্ধমানের পালিতপুর এলাকায়। নিত্যদিন তাঁরা ভোরের আলো ফুটতেই টোটোয় চেপে বেরিয়ে পড়তেন মাছ ধরতে। এদিনও তাঁরা মাছ ধরার জন্য বেরিয়েছিলন। টোটো চালাচ্ছিলেন সিজেপাড়ার বাসিন্দা মইনুদ্দিন মিদ্যা। টোটোটি গ্রামের রাস্তা ছেড়ে বর্ধমান বোলপুর এনএইচ-টু বির ঝিঙুটি এলাকায় উঠতেই গুসকরার দিক থেকে আসা একটা ডাম্পার টোটোয় ধাক্কা মারে ৷ ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক-সহ পাঁচজনের। মৃত সীমা সাঁতরার দুটি ছোট মেয়ে আছে, আর মামণি সাঁতরার দুটি ছোট ছেলে ও মেয়ে আছে।

ডাম্পারের ধাক্কায় পরিবারের চারজনের মৃত্যু

আরও পড়ুন :জাতীয় সড়কে ডাম্পার-টোটো সংঘর্ষ, বর্ধমানে মৃত একই পরিবারের 4 জন

মৃতদের আত্মীয় মায়া সাঁতরা বলেন, "পরিবারের সকলেই শেষ হয়ে গেল। বাচ্ছাগুলো অনাথ হয়ে গেল। জানি না তাদের কিভাবে চলবে। সরকারের কাছে আবেদন করব যাতে সরকার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details