বর্ধমান, 20 অক্টোবর : টোটোর সঙ্গে বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের । বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বালিয়াড়া গ্রাম এলাকায়। মৃতদের নাম গণেশ পাল, ভৈরব দাস, কার্তিক ও সোনা। শক্তিগড় থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের কালনা রোডের বালিয়ারা গ্রামের মোড় থেকে এদিন দুপুরে একটি টোটো বর্ধমানের দিকে যাচ্ছিল । টোটোয় তিনজন যাত্রী ছিলেন। অন্যদিকে, একটি বালি বোঝাই ট্রাক বর্ধমান থেকে কালনার দিকে আসছিল। স্থানীয়দের দাবি, টোটো চালক উলটো রুটে টোটো চালাচ্ছিলেন। যখন তিনি নিজের রুটে ঢোকার চেষ্টা করছিলেন, ঠিক সেসময়েই বালি বোঝাই লরিটির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে । সংঘর্ষের অভিঘাত এত প্রবল ছিল যে টোটো থেকে চালক-সহ যাত্রীরা ছিটকে পড়েন । ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দু'জন ৷ কিছুক্ষণ পর মারা যান তাঁরাও ৷