মেমারি, 26 অগস্ট : তখন প্রায় মাঝ রাত । পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুর সাহানুই এসকেইউএস সমবায় ব্যাঙ্কের সাটার ভেঙে ভিতরে ঢুকছে কিছু লোক । বাড়িতে বসে নিজের মোবাইলের সিসিটিভি ফিড থেকে এই ঘটনা দেখামাত্রই মেমারি থানায় খবর দেন ওই ব্যাঙ্কেরই আধিকারিক পার্থ দে । এরপর পুলিশ গিয়ে হাতেনাতে ধরে ফেলে চার দুষ্কৃতীকে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ওই সমবায় ব্যাঙ্কের এক আধিকারিক তাঁর মোবাইলের সিসিটিভি ফিড থেকে দেখতে পান, সাটার ভেঙে বেশ কিছু দুষ্কৃতী ব্যাঙ্কের ভিতরে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা করছে । এরপর তিনি মেমারি থানায় ফোন করতেই পুলিশ গিয়ে ওই ব্যাঙ্ক ঘিরে ফেলে ৷ পুলিশের গাড়ি দেখে ব্যাঙ্কের বাইরে থাকা দুষ্কৃতীরা পালিয়ে যায় । কিন্তু ব্যাঙ্কের সাটার তখনও অর্ধেক নামানো অবস্থায় ছিল । ভিতরে থাকা দুষ্কৃতীরা তখন ভল্ট ভাঙতে ব্যস্ত থাকায় পুলিশ ব্যাঙ্কে ঢুকে হাতেনাতে ওই চারজনকে ধরে ফেলে । এরপর বাইরে বেরিয়ে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ ।
এই বিষয়ে ব্যাঙ্কের আধিকারিক পার্থ দে বলেন, "স্থানীয় একটি গ্রামীণ ব্যাঙ্কে বেশ কিছুদিন আগে ডাকাতির ঘটনা ঘটে । এরপরই আমাদের ব্যাঙ্কেও সিসিটিভি লাগানো হয় । ওই সিসিটিভি ফুটেজের ফিড মোবাইলেও রাখা আছে । ফলে বাড়িতে বসেও ব্যাঙ্কেও নজরদারি করা যায় । ওই ফুটেজ থেকেই দেখতে পাই মঙ্গলবার রাতে ব্যাঙ্কের ভিতরে ভল্ট ভাঙার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী । তৎক্ষণাৎ মেমারি থানায় খবর দিলে পুলিশ এসে চারজনকে ধরে ফেলে ।"
Bank Robbery : সিসিটিভির সৌজন্যে ভল্ট ভাঙার আগেই পুলিশের জালে চার ব্যাঙ্ক ডাকাত - rasulpur
বাড়িতে বসে সিসিটিভি ফুটেজ দেখে তড়িঘড়ি পুলিশে ফোন ৷ ব্যাঙ্ক আধিকারিকের ফোন পেয়েই দ্রুত ব্যাঙ্কে পৌঁছে চার ডাকাতকে হাতেনাতে ধরল মেমারি থানার পুলিশ ৷
Bank Robbery