পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়নায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার চার - রায়না

রবিবার পূর্ব বর্ধমানের রায়নায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ ৷ মঙ্গলবার তাদের বর্ধমান জেলা আদালতে তোলা হয় ৷ ধৃতদের আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

তৃণমূল কর্মী খুনে রায়নায় ধৃত চার ৷
তৃণমূল কর্মী খুনে রায়নায় ধৃত চার ৷

By

Published : May 4, 2021, 9:09 PM IST

রায়না, 4 মে: রায়নায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করল । ধৃতদের মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে তোলা হয় । বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন ৷

রবিবার ভোটের ফলাফল ঘোষণার পরই অশান্তি তৈরি হয় রায়না এলাকায় ৷ রায়না বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত হতেই সমসপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের মারামারি শুরু হয় । সেই সময় ঝামেলা মেটাতে যান গণেশ মালিক (60) নামে এক তৃণমূল কর্মী । অভিযোগ, তখন তাঁকেই মাটিতে ফেলে বাঁশ, লাঠি, টাঙ্গি নিয়ে বেধড়ক মারধর করা হয় । গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে রাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেই তিনি মারা যান ।

সেই ঘটনাতেই সোমবার চারজনকে আটক করে পুলিশ ৷ চারজনেরই বাড়ি রায়না একাকাতেই বলে জানা গিয়েছে ৷ এদিন সকালে তাদের গ্রেফতার করা হয় ৷ এদিন বেলার দিকে ধৃতদের বর্ধমান জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন ৷

আরও পড়ুন: স্বরূপনগরে তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details