রায়না, 4 মে: রায়নায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করল । ধৃতদের মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে তোলা হয় । বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন ৷
রবিবার ভোটের ফলাফল ঘোষণার পরই অশান্তি তৈরি হয় রায়না এলাকায় ৷ রায়না বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত হতেই সমসপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের মারামারি শুরু হয় । সেই সময় ঝামেলা মেটাতে যান গণেশ মালিক (60) নামে এক তৃণমূল কর্মী । অভিযোগ, তখন তাঁকেই মাটিতে ফেলে বাঁশ, লাঠি, টাঙ্গি নিয়ে বেধড়ক মারধর করা হয় । গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে রাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেই তিনি মারা যান ।