পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাটি কেটে নৌকায় পাচার চলছিল, মাঝনদীতে ধরল পুলিশ - Smuggling

ভগীরথীর চর থেকে মাটি কেটে পাচারের জন্য মাঝনদীতে নৌকা ধরল পুলিশ

মাটি কেটে পাচার

By

Published : Feb 25, 2019, 7:14 AM IST

কালনা, ২৫ ফেব্রুয়ারি : ভাগীরথী নদীর চর থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল কালনা থানার পুলিশ। ধৃতরা মিজারুল মোল্লা, শীতল মাঝি, কালু রায় ও সুদীপ ওরাওঁ। তাদের গতকাল কালনা আদালতে তোলা হয়। বিচারক শীতল ও মিজারুলকে তিনদিনের পুলিশ হেপাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

কালনা সংলগ্ন হুগলি জেলার গুপ্তিপাড়া এলাকায় ভাগীরথী নদীতে মাটি বোঝাই নৌকা উলটে সম্প্রতি একজন নিখোঁজ হয়। অভিযোগ, নদী থেকে বেআইনিভাবে মাটি কেটে ওই নৌকায় পাচার করা হচ্ছিল। এরপর কালনা থানার পুলিশ অভিযান চালিয়ে গতকাল মাটি বোঝাই একটি নৌকা সহ চারজনকে গ্রেপ্তার করে।

ভাগীরথী নদীর কালনার দিকের চর থেকে আগে বেআইনিভাবে মাটি কাটা হত। কালনা পুলিশ নজরদারি বাড়ানোয় হুগলির গুপ্তিপাড়ায় ভাগীরথী নদীর চর থেকে মাটি কাটা শুরু করেছে মাফিয়ারা।

রবিবার ভোরে কালনার নন্দগ্রাম এলাকায় ভাগীরথী নদী থেকে মাটি বোঝাই একটি নৌকা আটক করে কালনা থানার পুলিস। নৌকায় চারজন ছিল। তাদের গ্রেপ্তার করা হয়। আগামীতেও এমন অভিযান চলবে বলে পুলিসের পক্ষ থেকে জানানো হয়।

অন্য এক ঘটনায় অমিত ওরাং নামে এক মদ বিক্রেতাকে কালনার কানিবামনি এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিস। বাড়ি স্থানীয় এলাকায়।তার কাছ থেকে প্রচুর মদ উদ্ধার হয়েছে। ধৃতকে রবিবার কালনা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details