বর্ধমান, 30 জুন : রাজনীতি করতে গেলে আরও সংযত হতে হবে । ধৈর্য হারালে চলবে না । দিনে দিনে মানুষের ধৈর্য কমে যাচ্ছে । বেশিরভাগ মানুষ এখন হয়ে যাচ্ছে নিকৃষ্ট মানের । তাঁদের এখন একটাই চিন্তা, নিজে খাবো নিজে পরব ৷ বাকিরা মরলেও ভাববার সময় নেই ৷ বর্ধমানে এদিন এই মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায় ।
বুধবার বর্ধমানের উন্নয়নের রূপরেখা নিয়ে একপ্রস্থ আলোচনা সারেন রবিরঞ্জন চট্টোপাধ্যায় । বর্ধমানের 16 নম্বর ওয়ার্ডের দামোদর নদ লাগোয়া এলাকায় নতুন করে একটা বৈদ্যুতিক চুল্লি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে । এছাড়া দীর্ঘদিনের পুরনো বাজার তেঁতুলতলা বাজার, রানিগঞ্জ বাজার ও নতুনগঞ্জ বাজারকে আধুনিকভাবে গড়ে তোলার চিন্তাভাবনা করা হয়েছে ।
আরও পড়ুন :ঘরে ফিরতেই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় শাসকদল